#নয়াদিল্লি: কোনও সংস্থায় বেতন ভালো৷ কোথাও কাজের পরিবেশ ভালো৷ কোথাও দুটোই ভালো৷ কোন সংস্থায় কাজ করতে বেশি চান ভারতের কর্মীরা? LinkedIn একটি সমীক্ষা চালিয়েছে৷ তাতে ২৫টি সংস্থার তালিকায় রয়েছে৷ এই সংস্থাগুলিতে কাজ করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেন কর্মীরা৷ প্রথম ১০টির মধ্যেই রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে ভারতে চাকরি করেন প্রায় ৩০ হাজার মানুষ৷ ইঞ্জিনিয়ারিং, অপারেশন্স, বিজনেস ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রে প্রচুর নিয়োগ করেছে রিলায়েন্স৷
ভারতে যে কোম্পানিতে ঢোকার জন্য সবচেয়ে বেশি LinkedIn সার্চ হয়, তার মধ্যে প্রথমে রয়েছে ফিল্পকার্ট (ওয়ালমার্ট)৷ গত বছর ফ্লিপকার্ড অধিগ্রহণ করেছে ওয়ালমার্ট৷ ফ্লিপকার্ট ইন্ডিয়ায় চাকরি করেন ১৩ হাজার ৯০০ জন৷
দ্বিতীয় স্থানেই রয়েছে আরেক ই-কমার্স সংস্থা অ্যামাজন৷ ভারতে অ্যামাজনে চাকরি করেন ৫০ হাজার জন৷ ১৯৫০টি কর্মসংস্থান এই মুহূর্তে পোস্ট করেছে অ্যামাজন৷
তৃতীয় স্থানে রয়েছে OYO হসপিটালিটি৷ ভারতে এই সংস্থায় চাকরি করেন ৭ হাজার জন৷ গোটা বিশ্বে ওয়ো-র নিজস্ব হোটেল রয়েছে ৪ লক্ষ ৫০ হাজার৷ ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বড় হোটেল চেন ম্যারিয়ট অধিগ্রহণ করতে চলেছে OYO৷
এরপর রয়েছে Uber, Swiggy, টাটা কনসালটেন্সি সার্ভিস, Zomato ইত্যাদি সংস্থাগুলি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Employment, Jobs, Reliance Industries