Home /News /business /
প্রথম দশেই রিলায়েন্স, যে কোম্পানিগুলিতে চাকরি চায় ভারত...

প্রথম দশেই রিলায়েন্স, যে কোম্পানিগুলিতে চাকরি চায় ভারত...

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে ভারতে চাকরি করেন প্রায় ৩০ হাজার মানুষ৷ ইঞ্জিনিয়ারিং, অপারেশন্স, বিজনেস ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রে প্রচুর নিয়োগ করেছে রিলায়েন্স৷

 • Share this:

  #নয়াদিল্লি: কোনও সংস্থায় বেতন ভালো৷ কোথাও কাজের পরিবেশ ভালো৷ কোথাও দুটোই ভালো৷ কোন সংস্থায় কাজ করতে বেশি চান ভারতের কর্মীরা? LinkedIn একটি সমীক্ষা চালিয়েছে৷ তাতে ২৫টি সংস্থার তালিকায় রয়েছে৷ এই সংস্থাগুলিতে কাজ করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেন কর্মীরা৷ প্রথম ১০টির মধ্যেই রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড৷

  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে ভারতে চাকরি করেন প্রায় ৩০ হাজার মানুষ৷ ইঞ্জিনিয়ারিং, অপারেশন্স, বিজনেস ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রে প্রচুর নিয়োগ করেছে রিলায়েন্স৷

  ভারতে যে কোম্পানিতে ঢোকার জন্য সবচেয়ে বেশি LinkedIn সার্চ হয়, তার মধ্যে প্রথমে রয়েছে ফিল্পকার্ট (ওয়ালমার্ট)৷ গত বছর ফ্লিপকার্ড অধিগ্রহণ করেছে ওয়ালমার্ট৷ ফ্লিপকার্ট ইন্ডিয়ায় চাকরি করেন ১৩ হাজার ৯০০ জন৷

  দ্বিতীয় স্থানেই রয়েছে আরেক ই-কমার্স সংস্থা অ্যামাজন৷ ভারতে অ্যামাজনে চাকরি করেন ৫০ হাজার জন৷ ১৯৫০টি কর্মসংস্থান এই মুহূর্তে পোস্ট করেছে অ্যামাজন৷

  তৃতীয় স্থানে রয়েছে OYO হসপিটালিটি৷ ভারতে এই সংস্থায় চাকরি করেন ৭ হাজার জন৷ গোটা বিশ্বে ওয়ো-র নিজস্ব হোটেল রয়েছে ৪ লক্ষ ৫০ হাজার৷ ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বড় হোটেল চেন ম্যারিয়ট অধিগ্রহণ করতে চলেছে OYO৷

  এরপর রয়েছে Uber, Swiggy, টাটা কনসালটেন্সি সার্ভিস, Zomato ইত্যাদি সংস্থাগুলি৷

  First published:

  Tags: Employment, Jobs, Reliance Industries

  পরবর্তী খবর