বাঁকুড়া: ব্যবসা করতে গেলে রিক্স নিতেই হবে। হয় তুমি জিতবে নয় তুমি শিখবে। পরশমনি অর্গানিক অ্যান্ড এগ্রি প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড এর যাত্রা প্রায় ১২ বছরের। অভিযানটি সহজ ছিল না, বিভিন্ন ঘাত প্রতিঘাত থাকা সত্ত্বেও ধারাবাহিকতার সাথে পরিশ্রম করে আজ পরশমনির নাম এক ডাকে চেনে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মানুষ।
প্রথমেই বলে রাখা ভালো এই কোম্পানিটি অবস্থিত মূলত বাঁকুড়ার লাল মাটি কে কেন্দ্র করে। বাঁকুড়ার লাল ল্যাটেরাইট মাটিতে একপ্রকার কৃষি বিপ্লব তৈরি করে ফেলেছে বাঁকুড়ার পরশমনি। সেন পরিবারের পারিবারিক ব্যবসা শুরু হয় ধান বীজের ব্যবসা দিয়ে। কোম্পানির বর্তমান ডাইরেক্টর সিদ্ধার্থ সেনের বাবা তপন কুমার সেন ২০০৩ সালে ছোট্ট করে শুরু করেন ধান বীজের ব্যবসা। আজ প্রায় পার হয়েছে দশটি বছর।
আরও পড়ুন: এই ৪ LIC পলিসিতে মেলে সর্বোচ্চ রিটার্ন, দেখে নিন বিস্তারিত!
তপন কুমার সেনের পুত্র সিদ্ধার্থ সেন বর্তমানে পরশমনি অর্গানিক এন্ড এগ্রি প্রডাক্ট প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা। সিদ্ধার্থ বাবুর দূরদর্শিতা, ক্ষেত্র সমীক্ষা এবং ভারতবর্ষের কৃষির প্রতি অনুরাগ পরশ মনিকে পৌঁছে দিয়েছে এক নতুন দিগন্তে। ছোট থেকেই সিদ্ধান্ত সেন এর ইচ্ছা ছিল কৃষি নিয়ে কিছু একটা করবেন তাই বিএসসি এগরিকালচার এবং এমবিএ এগ্রিকালচার করার পর দুই বছর চাকরি করে তিনি বুঝতে পারেন ব্যবসা যেন তাকে টানছে। ২০০৬ সালে পরশমনির দায়িত্ব গ্রহণ করেন সিদ্ধান্ত সেন। তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি। আয়তনে পরশমনি রয়েছে বাঁকুড়ার বুকে ৬০ একর জায়গা জুড়ে।
ধানের বীজ তৈরি, উদ্দ্যান পালন বিষয়ক পরীক্ষামূলক চাষাবাদ, বিভিন্ন দেশ বিদেশে এক্সোটিক ফল, নার্সারীর চারা, পুকুরের মাছ ছাড়াও অর্গানিক কৃষি কাজে নতুন দিশা দেখাচ্ছে পরশমণি।
পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় পরশমনির হাত ধরে বায়োটেকনোলজিতে একটি নতুন বিপ্লব শুরু হয়েছে সিদ্ধার্থ সেনের উদ্যোগে। সাম্প্রতিক কলকাতার বায়োটেক পার্কে এগ্রিকালচার বায়োটেকনোলজি নিয়ে সফলতার সাথে প্রতিনিধিত্ব করে পরশমনি। এই বিষয়ে সিদ্ধার্থ সেন জানান \”কৃষিকাজ একটি বিজ্ঞান, কৃষি ক্ষেত্রে শুধু আজকের কথা নয়, বর্তমানকে ছাপিয়ে ভবিষ্যতের দিনগুলোকে ভেবে এগিয়ে যেতে হয়। বায়োটেকনোলজি হল ভারতবর্ষের কৃষির ভবিষ্যৎ। বায়োটেকনোলজি ক্ষেত্রটি সফলতার সাথে বাণিজ্যিকরণ করতে এখনো পরশমনির কিছু সময় প্রয়োজন।”
ব্যবসার মাটন টি যখন সিদ্ধান্ত সেই নিজের হাতে নেন তখন কোম্পানির টার্নওভার ছিল এক থেকে দেড় কোটি টাকা। ৪০ থেকে পঞ্চাশ কোটি টাকার মধ্যে। আজ থেকে কয়েক বছর আগে কৃষি ক্ষেত্রে বাঁকুড়ার নাম বাঁকুড়ার বাইরে বললে চিনতে পারত না অনেকেই। এই আক্ষেপ দূর করার জন্য সিদ্ধান্ত সেন সিদ্ধান্ত নেন পরশ মনির হাত ধরে কৃষি বিপ্লব তৈরি করার। আজ মালদা মুর্শিদাবাদের আগে বাঁকুড়ার নাম এসেছে আম চাষে। এই কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রয়েছে পরশমনি। উচ্চ গুণগতমানের আম উৎপাদনে প্রায় পাঁচবার রাজ্যস্তরে স্বীকৃতি পেয়েছে বাঁকুড়ার পরশমনি।
ভারতবর্ষে বর্তমানে ক্যাপিটালিজমের একটি ধারা তৈরি হয়েছে। উদ্যোক্তা অথবা উদ্যোগ প্রতি থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী ঘরের গৃহবধূ।
প্রত্যেকেই ব্যবসা বুঝতে বা শিখতে চাইছেন। আর্থিক স্বনির্ভরতা এবং অর্থ উপার্জন একটি মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এ বিষয়ে সিদ্ধার্থ সেন জানান, “ব্যবসায়িক সফলতা পেতে গেলে দেরি করা চলবে না। কালকাল নয়! ভালো আইডিয়া মাথায় এলে আজই সেটাকে করার চেষ্টা করতে হবে। মার্কেটটা বুঝতে হবে মার্কেট স্টাডি করতে হবে। ব্যবসা একটি যুদ্ধ তাই মাঝ পথে ছেড়ে দেওয়া ঠিক নয় এটি ছোট গাছকে যেভাবে বড় করতে হয় ঠিক সেভাবেই সময় দিয়ে পরিশ্রম দিয়ে একটি ব্যবসাকে দাঁড় করাতে হয়”।
Nilanjan Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Business ideas, Business Tips