#নয়াদিল্লি: এফডি-তে সুদের হার কমাল ICICI ৷ নতুন এফডি করালে এবার ৯১ থেকে ১৮৪ দিনের এফডি-তে মিলবে মাত্র ৩.৫০ সুদের হার ৷ নতুন সুদের হার ৭ সেপ্টেম্বর থেকে লাগু করা হবে ৷ বর্তমানে এফডিতে ICICI Bank অধিকতম ৫.৫০ শতাংশ সুদ দিচ্ছে ৷ এর আগে ১০ অগাস্ট ব্যাঙ্কের তরফে সুদের হার কমানো হয়েছিল ৷
দেখে নিন FD-র নতুন সুদের হার
৭ থেকে ২৯ দিনের এফডি-তে মিলবে ২.৫ শতাংশ সুদ
প্রবীণ নাগরিকদের জন্য ICICI বিশেষ এফডি যোজনা 'ICICI Bank Golden Years' নাম দিয়েছে ৷ 'ICICI Bank Golden Years' অনুযায়ী, সাধারণ এফডি থেকে ০.৮০ শতাংশ বেশি সুদ মিলবে ৷ এই যোজনায় ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের জন্য ইনভেস্ট করা যেতে পারে ৷ পাশাপাশি, সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করা যেতে পারে ৷