হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
করোনা সঙ্কটের মধ্যে ১৩ হাজার মহিলাকে চাকরি দেবে সংস্থা, মিলবে ১.৫ লক্ষ টাকা বেতন

করোনা সঙ্কটের মধ্যে ১৩ হাজার মহিলাকে চাকরি দেবে সংস্থা, মিলবে ১.৫ লক্ষ টাকা বেতন

এখনও পর্যন্ত তাদের প্ল্যাটফর্মে ৭০০০ বেশি শিক্ষক রয়েছে ৷ এই বছরের শেষ পর্যন্ত প্ল্যাটফর্মের সঙ্গে ২০,০০০ শিক্ষককে যুক্ত করা তাদের লক্ষ্য ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি:করোনা সঙ্কটের মধ্যেই গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট মহিলাদের জন্য সুখবর ৷ স্টার্টআপ সংস্থা WhiteHat Jr তরফে জানানো হয়েছে তাদের প্ল্যাটফর্মের সঙ্গে ভারতে মহিলা শিক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে ৷ এই সংস্থা প্রতিদিন ২২০জন শিক্ষককে তাদের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করছে ৷ এখনও পর্যন্ত তাদের প্ল্যাটফর্মে ৭০০০ বেশি শিক্ষক রয়েছে ৷ এই বছরের শেষ পর্যন্ত প্ল্যাটফর্মের সঙ্গে ২০,০০০ শিক্ষককে যুক্ত করা তাদের লক্ষ্য ৷ অর্থাৎ এখনও আরও ১৩০০০ শিক্ষককে যুক্ত করা হবে ৷

সম্প্রতি WhiteHat Jr-কে Byju's অধিগ্রহণ করে নিয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ভারত, আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তাদের ছাত্র-ছাত্রীদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে ৷ এর জেরে প্ল্যাটফর্মের জন্য বেশি সংখ্যক শিক্ষকের চাহিদা বাড়ছে ৷ করোনা সঙ্কটের জেরে ডিজিটাল পড়াশোনার প্রবণতা বাড়ছে ৷ নতুন নতুন পদ্ধতি বের করা হচ্ছে ডিজিটাল মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে অন্য মাত্রা দিতে ৷

সংস্থার সিইও করণ বাজাজ জানিয়েছেন, "অভিভাবকেরা পড়াশোনার জন্য এই সমস্ত পদ্ধতিকে পুরোপুরি সমর্থন জানাচ্ছেন ৷ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ৮৪ শতাংশ শিক্ষকদের বয়স ৩৫ বছরের কম ৷ বাড়ি থেকেই তারা ছাত্র-ছাত্রীদের পড়াছেন এবং মাসে প্রায় ৫০ হাজার থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন ৷"

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Recruitment