#নয়াদিল্লি:করোনা সঙ্কটের মধ্যেই গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট মহিলাদের জন্য সুখবর ৷ স্টার্টআপ সংস্থা WhiteHat Jr তরফে জানানো হয়েছে তাদের প্ল্যাটফর্মের সঙ্গে ভারতে মহিলা শিক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে ৷ এই সংস্থা প্রতিদিন ২২০জন শিক্ষককে তাদের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করছে ৷ এখনও পর্যন্ত তাদের প্ল্যাটফর্মে ৭০০০ বেশি শিক্ষক রয়েছে ৷ এই বছরের শেষ পর্যন্ত প্ল্যাটফর্মের সঙ্গে ২০,০০০ শিক্ষককে যুক্ত করা তাদের লক্ষ্য ৷ অর্থাৎ এখনও আরও ১৩০০০ শিক্ষককে যুক্ত করা হবে ৷
সম্প্রতি WhiteHat Jr-কে Byju's অধিগ্রহণ করে নিয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ভারত, আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তাদের ছাত্র-ছাত্রীদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে ৷ এর জেরে প্ল্যাটফর্মের জন্য বেশি সংখ্যক শিক্ষকের চাহিদা বাড়ছে ৷ করোনা সঙ্কটের জেরে ডিজিটাল পড়াশোনার প্রবণতা বাড়ছে ৷ নতুন নতুন পদ্ধতি বের করা হচ্ছে ডিজিটাল মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে অন্য মাত্রা দিতে ৷
সংস্থার সিইও করণ বাজাজ জানিয়েছেন, "অভিভাবকেরা পড়াশোনার জন্য এই সমস্ত পদ্ধতিকে পুরোপুরি সমর্থন জানাচ্ছেন ৷ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ৮৪ শতাংশ শিক্ষকদের বয়স ৩৫ বছরের কম ৷ বাড়ি থেকেই তারা ছাত্র-ছাত্রীদের পড়াছেন এবং মাসে প্রায় ৫০ হাজার থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন ৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment