হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
কপালগুণে কোটিপতি, এই ভাবে ২৪ কোটি টাকা জিতলেন ব্যক্তি

কপালগুণে কোটিপতি, এই ভাবে ২৪ কোটি টাকা জিতলেন ব্যক্তি

অনলাইন বিগ টিকিট র‍্যাফেলে অংশ নিয়ে কপাল খুলে গিয়েছে জর্জের ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরাতে ভাগ্য বদলাল এই ভারতীয় প্রবাসীর ৷ আবু ধাবীতে আয়োজিত বিগ টিকিট র‍্যাফেলে জর্জ জ্যাক্বস নামে এক ব্যক্তি ১২ মিলিয়ন দিরহাম অর্থাৎ ২৪ কোটি টাকা (3,267,102 ডলার বা 24,09,91,734.89 টাকা) জিতেছেন ৷ আবু ধাবীর মিডিয়া খালিজ  টাইমসের মাধ্যমে এই খবর জানা গিয়েছে ৷ অনলাইন বিগ টিকিট র‍্যাফেলে অংশ নিয়ে কপাল খুলে গিয়েছে জর্জের ৷

খালিজ টাইমসের খবর অনুযায়ী, দুবাইয়ের বাসিন্দা ৫১ বছরের জর্জ চিকিৎসা জন্য প্রয়োজন বিভিন্ন উপকরণ বিক্রি করে থাকেন ৷ জর্জ লটারি জেতার পর জানিয়েছেন, এই টাকা তাঁর অনেক দুশ্চিন্তা দূর করবে ৷ বেশ কয়েকদিন ধরেই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি ৷ তবে এবার লটারিতে জেতা টাকার সাহায্যে এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন বলে মনে করছেন ৷

৩০ নভেম্বর লটারির টিকিট কিনেছিলেন জর্জ ৷ গত ২ বছর ধরেই অনলাইন লটারির টিকিট কিনে চলেছেন তিনি ৷ একটি র‍্যাফেল টিকিটের দাম ৫০০ দিরহাম কিন্তু ১০০০ দিরহাম দিলে ২টো টিকিটেক সঙ্গে একটি টিকিট বিনামূল্যে পাওয়া যায় ৷ এই টিকিট কিনেই ভাগ্যের চাকা ঘুরে গেল জর্জের৷ রাতারাতি হয়ে গেলে ১ বা ২ নয়, ২৪ কোটি টাকার মালিক ৷

www.bigticket.ae ওয়েবাসইট বা বিগ টিকিট স্টোর থেকে লটারির এই টিকিট কিনতে পাওয়া যায় ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Lottery