নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে বর্তমানে যে আর্থিক অনিশ্চয়তা দেখা দিয়েছে তাতে একাধিক ব্যাঙ্ক তাদের সুদের হাক কমাতে শুরু করে দিয়েছে ৷ তবে অন্যদিকে বেশ কিছু বেসরকারি ব্যাঙ্ক আবার তাদের গ্রাহকদের ভাল রিটার্ন দিচ্ছে ৷ বর্তমানে গ্রাহকদের ভাল ইন্টারেস্ট রেট দিচ্ছে IndusInd Bank ৷ ব্যাঙ্কের তরফে গ্রাহকদের শর্ট টার্ম ও লং টার্ম এফডি-র সুবিধা দেওয়া হচ্ছে ৷ বেসরকারি এই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের রেগুলার ডিপোজিটে ৭ শতাংশ হিসেবে সুদ দিচ্ছে ৷ আলাদা আলাদা সময়ের এফডি-র সুদের হারও আলাদা ৷
দেখে নিন কত দিনের এফডি-তে কত সুদ মিলবে-
৭-৩০ দিনের এফডি-তে মিলবে ৩.২৫ শতাংশ সুদ
SBI, Axis Bank, ICICI Bank ও HDFC ব্যাঙ্কের তুলনায় বর্তমানে IndusInd Bank ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদের হার দিচ্ছে ৷ প্রবীণ নাগরিকদের ০.৫০ শতাংশ বেশি সুদের হার দেওয়া হচ্ছে ৷ অর্থাৎ সিনিয়র সিটিজেনরা ৩.৭৫ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদের হার পাবেন ৷
স্টেট ব্যাঙ্কে ৭ থেকে ১০ বছরের জন্য এফডি করাতে পারবেন ৷ স্টেট ব্যাঙ্কে ২.৯ শতাংশ থেকে ৫.৪০ শতাংশ পর্যন্ত সুদ মিলছে ৷