হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ব্যাঙ্কে FD করানোর পরিকল্পনা রয়েছে ? তাহলে অবশ্যই জেনে রাখুন এই বিষয়গুলি....

ব্যাঙ্কে FD করানোর পরিকল্পনা রয়েছে ? তাহলে অবশ্যই জেনে রাখুন এই বিষয়গুলি....

এফডি-তে ইনভেস্ট করার একাধিক সুবিধা-

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে ব্যাঙ্কের এফডি (Bank FDs) সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করা হয় ৷ এখানে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি গ্যারেন্টিড রিটার্ন পাওয়া যায় ৷ করোনাকালে গোটা বিশ্বে আর্থিক অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ এরকম পরিস্থিতিতে যাঁরা রিস্ক নিতে চান না তাঁদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সবচেয়ে ভাল অপশন ৷ এফডি করানোর পরিকল্পনা থাকলে কয়েকটি বিষয়ে জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ পিএসইউ ব্যাঙ্ক এফডি-তে  ৫ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ তা সত্ত্বেও বেশির ভাগ মানুষ এখানে ইনভেস্ট করতে চান কারণ এটা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট (risk-free investment options) ৷

ব্যাঙ্ক এফডি-তে ট্যাক্স ছাড়েরও সুবিধা পাওয়া যায় ৷ ডিসিবি ব্যাঙ্কের রিটেল ব্যাঙ্কিংয়ের প্রধান প্রবীণ কুট্টি জানিয়েছেন, ফিক্সড ডিপোজিট কোনও মেডিকেল চেক আপ ছাড়া ফ্রি জীবন বিমা, যেখানে কভার এফডি করা টাকার অঙ্কের সমান ৷

এফডি-তে ইনভেস্ট করার একাধিক সুবিধা-

>> ইনভেস্ট করা এটা সবচেয়ে সুরক্ষিত বিকল্প>> এখানে জমা রাখা টাকা উপরে কোনও রিস্ক নেই ৷ পাশাপাশি পেয়ে যাবেন নির্দিষ্ট রেটে রিটার্ন ৷

>> এফডি-র উপরে বাজারের উত্থান ও পতনের কোনও প্রভাব পড়ে না ৷এই স্কিমে প্রতি মাসেও সুদ নেওয়ার বিকল্প রয়েছে ৷>> প্রবীণ নাগরিকদের অন্যদের তুলনায় বেশি রিটার্ন দেওয়া হয়ে থাকে ৷>> এফডি-তে একবার ইনভেস্ট করা যেতে পারে ৷ আরও বেশি টাকা ইনভেস্ট করতে চাইলে নতুন এফডি করাতে হবে ৷>> এফডি-তে নির্দিষ্য় সময়ের জন্য ইনভেস্ট করতে হয় ৷ কিন্তু দরকার পড়লে সময়ের আগে টাকা তুলে নেওয়ার সুবিধা রয়েছে ৷ তবে এর জেরে >> সুদের হারে লোকসান হবে ৷ পাশাপাশি কিছু টাকা পেনাল্টি হিসেবেও দিতে হবে যা আলাদা আলাদা ব্যাঙ্কে সাধারণত আলাদা হয় ৷

এফডি-তে ০ থেকে ৩০ শতাংশ ট্যাক্স কাটা হয়ে থাকে ৷ ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী এই ট্যাক্স কাটা হয় ৷ বছরে ১০০০০ টাকার বেশি এফডি থেকে আয় করলে ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷ এর জন্য প্যান কার্ডের কপি জমা দিতে হবে ৷ প্যান জমা না দিলে ২০ শতাংশ টিডিএস কাটা হবে ৷

ট্যাক্স স্ল্যাবের মধ্যে আপনি না পড়ে ফর্ম 15A জমা দিতে হবে যাতে ব্যাঙ্কে যাতে ট্যাক্স না কাটা হয় ৷ প্রবীণ নাগরিকদের ফর্ম 15H জমা দিতে হবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Fixed Deposit, Investment and Returns