বিহার: কৃষিই ভিত্তি— এই মূল মন্ত্র নিয়ে আজও চাষ করেন ৮০ বছরের সত্যদেব সিং। অশীতিপর এই কৃষকের উদ্ভাবিত পাঁচটি অনন্য বীজ পাচ্ছে সরকারি মান্যতা। একই সঙ্গে ওই কৃষককে পুরস্কৃত করার কথাও জানিয়েছে সরকার।
বিহার একটি কৃষিপ্রধান রাজ্য। এই রাজ্যের এক বিরাট সংখ্যক অধিবাসী কৃষির উপরই নির্ভরশীল। কৃষকদের আয় বাড়াতে কেন্দ্র ও রাজ্য সরকার ক্রমাগত নানা পরিকল্পনা করছে। একই সঙ্গে কৃষি ক্ষেত্রে অবদানের জন্য বহু কৃষককে সম্মানিতও করা হয় সরকারি ভাবে। এবছর, মুঙ্গেরের লাউনা গ্রামের বাসিন্দা সত্যদেব সিং-কে সম্মানিত করা হচ্ছে। ৮০ বছরের সত্যদেব কৃষিকাজ শুরু করেন ১৯৬২ সাল থেকে। ইতিমধ্যেই তিনি কৃষিক্ষেত্রে দেশ ও রাজ্য স্তরে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। বড় মঞ্চে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
আরও পড়ুন: ফের বদল জ্বালানি তেলের দামে! নতুন দাম কত হল জেনে নিন
কৃষক সত্যদেব সিংয়ের পাঁচটি ফসলের বীজ ভারত সরকারের ‘প্লান্ট ভ্যারাইটি অ্যান্ড ফার্মারর্স রাইট প্রোটেকশন অথরিটি অব ইন্ডিয়া’-র তরফ থেকে নির্বাচিত হয়েছে। তাঁকে দেশের সেরা কৃষকের পুরস্কারও দেওয়া হবে।
এর আগেই সত্যদেব জেলার সেরা কৃষক হিসাবে পুরস্কৃত হয়েছেন। জেলা প্রশাসন তাঁকে শংসাপত্র দিয়ে সম্মানিত করেছে।
৫টি বীজে সরকারি সিলমোহর:সত্যদেব সিং মুঙ্গের জেলার তারাপুর ব্লকের লৌনা গ্রামের বাসিন্দা। ৮০ বছর বয়সেও তিনি এক পূর্ণ যুবকের মতো উদ্যমে চাষাবাদ করেন। শুধু তাই নয়, আজও তিনি কৃষিকাজে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষায় আগ্রহী। তাঁর উদ্যোগে সাফল্যও এসেছে।
ভারত সরকারের ‘দ্য প্ল্যান্ট ভ্যারাইটিজ অ্যান্ড ফার্মার্স রাইটস প্রোটেকশন অথরিটি’ সত্যদেব সিংয়ের তৈরি করা পাঁচটি বীজ নিয়ে আগামী দিনে কাজ করার আশ্বাস দিয়েছে। এই পাঁচটি বীজের জন্য শংসাপত্রও পেয়েছেন তিনি। পাঁচটি বীজের নামও খুব অদ্ভুত রেখেছেন সত্যদেব— উজালা চানা CH-3, চিকনা SD, টেটিয়া মুসুর, টেটিয়া গম এবং রুনা চানা CH-2। এগুলি ইতিমধ্যে ভারত সরকার নিবন্ধিত করেছে।
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য কি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতেই হবে? দেখে নিন অন্যান্য পদ্ধতি!
প্রবীণ কৃষক সত্যদেব সিং জানান, ১৯৬২ সালে তাঁর বাবাই তাঁকে কৃষি কাজে যুক্ত করেন। তিনি বলেন, ‘বাবা বলছিলেন চাকরি করে কোনও লাভ নেই। কৃষিকাজ করো, তাতে তুমি এগিয়ে যাবে। বাবার আশীর্বাদেই এগিয়ে যাচ্ছি।’
সত্যদেব জানান, ভারতের প্রাক্তন কৃষিমন্ত্রী রাধামোহন সিং তাঁকে মঞ্চে ডেকে অভিনন্দন জানিয়েছিলেন। পাঁচটি বীজ বাছাইয়ের পর তাঁকে সম্মানিত করেন বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
জৈব চাষে বিশ্বাস:
কৃষক সত্যদেব সিং খেতে রাসায়নিক সার ও কীটনাশক ছড়ানোর বিরোধী। তিনি বলেন, এতে ফসলে বিষক্রিয়া হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফলন একটু কম হলেও এবিষয়টি জরুরি বলে মনে করেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agriculture, Business