#নয়াদিল্লি: বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শৃঙ্খলা। দারুণ স্বাদ পেতে যেমন কোনও পদকে ভালো ভাবে রাঁধতে হয়, তেমনই মিউচুয়াল ফান্ডকে পারফর্ম করার জন্য যথেষ্ট সময় দিতে হবে। তবেই মিলবে কাঙ্খিত ফল। দীর্ঘমেয়াদি বিনিয়োগেই চক্রবৃদ্ধির শক্তি বোঝা যায়। এখানে কয়েকটি মিউচুয়াল ফান্ডের তালিকা দেওয়া হল, যেগুলি ১৫ বছরের এসআইপিতে ৪ গুণ বেশি রিটার্ন দিয়েছে। তালিকার বেশির ভাগ ফান্ডই মূলত স্মল এবং মিড ক্যাপ কোম্পানির।
কানাড়া রোবেকো ইমার্জিং ইকুইটিজ ফান্ড:
আগে মিড ক্যাপ বিভাগে থাকলেও ২০১৮ সালের মাঝামাঝি এই ফান্ডকে লার্জ অ্যান্ড মিড ক্যাপ বিভাগে স্থানান্তরিত করা হয়। গত কয়েক বছর ধরেই দীর্ঘ মেয়াদে মোটা অঙ্কের টাকা রিটার্ন দিয়েছে কানাড়া রোবেকো ইমার্জিং ইকুইটিজ ফান্ড। মাসিক ১০ হাজার টাকার এসআইপি-তে ১৯.৬ শতাংশ হারে ১৫ বছরের মেয়াদে ৯২ লক্ষ টাকা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
কোটাক স্মল ক্যাপ ফান্ড:
আগে এটা মিড ক্যাপ হিসেবেই পরিচিত ছিল। বর্তমানে ১৫ বছরের মেয়াদের এসআইপি-তে কোটাক স্মল ক্যাপ বিনিয়োগকারীদের পকেট ভরিয়ে দিচ্ছে। এই সময় কালে ১৯ শতাংশ হারে রিটার্ন মিলছে।
কোয়ান্ট অ্যাকটিভ ফান্ড:
আগে এসকর্টস গ্রোথ নামে পরিচিত ছিল। বর্তমানে কোয়ান্ট অ্যাকটিভ ফান্ড মিড এবং স্মল ক্যাপ ফান্ডগুলিতে বরাদ্দ কয়েক গুণ বাড়িয়েছে। ১৫ বছরের মেয়াদে রিটার্ন মিলছে ১৮ শতাংশ হারে।
ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড:
১৫ বছরের এসআইপি-তে ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে ১৮ শতাংশ হারে রিটার্ন মিলেছে। প্রায় ৭৯ লক্ষ টাকার মূলধন তৈরি করেছে এই ফান্ড।
ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কস ফান্ড:
১৫ বছরের এসআইপি-তে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কস ফান্ডে ১৮ শতাংশ হারে রিটার্ন মিলেছে। ১৮ লক্ষ টাকা বিনিয়োগ করে পাওয়া গেছে ৭৯ লক্ষ টাকা। যা বিনিয়োগের পরিমাণের চেয়ে চার গুণ বেশি।
কোটাক ইমার্জিং ইকুইটি ফান্ড:
এই ফান্ডে ১৫ বছরের মেয়াদের বিনিয়োগে ১৮ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। প্রায় ৭৮ লক্ষ টাকার মূলধন তৈরি হয়েছে।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড:
আইসিআইসিআই প্রুডেনশিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড হল ১৫ বছরের এসআইপি রিটার্নের ক্ষেত্রে শীর্ষ ১০ পারফর্মারদের মধ্যে একমাত্র স্কিম, যা মিড এবং স্মল ক্যাপ স্টকগুলিতে কম বরাদ্দ করেছে। তবে স্কিমটি দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য ভাবে ভালো পারফর্ম করছে।
ইউটিআই মিড ক্যাপ ফান্ড:
১৫ বছরের এসআইপি-তে ইউটিআই মিড ক্যাপ ফান্ডে ১৭.৫ শতাংশ হারে রিটার্ন মিলেছে। যা প্রায় ৭৭ লাখ টাকার মূলধন তৈরি করেছে।
এসবিআই ফোকাসড ইক্যুইটি ফান্ড:
এর আগে এটা এসবিআই ইমার্জিং বিজনেসেস নামে পরিচিত ছিল। ২০১৮ সালে সেবি-র পুনঃশ্রেণীকরণের পর এটা ফোকাসড ফান্ড হিসেবে শ্রেণিবদ্ধ হয়। দীর্ঘমেয়াদে এই ফান্ডটিও উচ্চ হারে রিটার্ন দিচ্ছে।
বরোদা বিএনপি পরিবাস মিড ক্যাপ ফান্ড:
আগে এটা বিএনপি পরিবাস ফিউচার লিডার্স ফান্ড নামে পরিচিত ছিল। বর্তমানে ১৫ বছরের এসআইপি-তে বরোদা বিএনপি পরিবাস মিড ক্যাপ ফান্ডে ১৭ শতাংশ হারে রিটার্ন মিলেছে। যা প্রায় ৭৩ লক্ষ টাকার মূলধন তৈরি করছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Investment, Mutual Fund