হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
কোটি কোটি টাকা! জানেন কি একমাসে কত টাকা বেতন পান TCS-এর CEO?

TCS CEO | Salary: কোটি কোটি টাকা! জানেন কি একমাসে কত টাকা বেতন পান TCS-এর CEO?

জানা গিয়েছে, মোট ৬ লক্ষ কর্মীদের মধ্যে ৪ লক্ষ কর্মচারীকে ক্রিসমাসের সময় ২০ শতাংশ বেতন বৃদ্ধি করেছিল TCS, বাকি প্রায় ৩০ শতাংশের ক্ষেত্রে পারফরম্যান্সের ভিত্তিতে বেতন বৃদ্ধি হয়।

  • Share this:

নয়াদিল্লি: বিশ্বের বিভিন্ন নামী সংস্থার শীর্ষকর্তাদের মাসিক বেতন নিয়ে আমাদের প্রত্যেকেরই কমবেশি আগ্রহ থাকে। কারণ, টাকার অঙ্কটা সাধারণ গড়পরতা বাঙালির কাছে আকাশছোঁয়া। যে একমাসে এই সমস্ত কর্তারা রোজগার করেন, তা হয়ত অনেকে এক জীবনেও সঞ্চয় করে উঠতে পারি না। যে কোনও সংস্থার CEO কাঁধে সংস্থা পরিচালনার, তার আর্থিক দিক নিয়ন্ত্রণ করার যাবতীয় দায়দায়িত্ব থাকে। TCS এর CEO রাজেশ গোপীনাথন। জানেন কি, উনি এক মাসে কত বেতন পান?

২০২১-২২ -এর তুলনায় চলতি অর্থবর্ষে ২৬.৬ শতাংশ বেতন বৃদ্ধি হয়ে গোপীনাথনের বার্ষিক প্যাকেজ ২৫ কোটি ৭৫ লক্ষ টাকায় পৌঁছেছে। অর্থাৎ, তাঁর মাসিক বেতন প্রায় দেড় কোটি টাকা, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা এবং অন্য বরাদ্দ বাবদ ২ কোটি ২৫ লক্ষ টাকাও  রয়েছে। তারপরেও উপার্জন থেকে প্রাপ্ত কমিশন তো রয়েছেই।

আরও পড়ুন: বড় খবর, শান্তিতে নোবেল পেতে পারেন নরেন্দ্র মোদি! কী বললেন প্রাইজ কমিটির সদস্য?

রাজেশ গোপীনাথন এনআইটি, ত্রিচি থেকে তড়িৎ এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং আইআইএম-আহমেদাবাদ থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন।

আরও খবর: রাজ্য শিক্ষায় UNESCO যোগ! 'গর্বিত' মমতা বন্দ্যোপাধ্য়ায় বৈঠকেও তুললেন সেই কথা

জানা গিয়েছে, মোট ৬ লক্ষ কর্মীদের মধ্যে ৪ লক্ষ কর্মচারীকে ক্রিসমাসের সময় ২০ শতাংশ বেতন বৃদ্ধি করেছিল TCS, বাকি প্রায় ৩০ শতাংশের ক্ষেত্রে পারফরম্যান্সের ভিত্তিতে বেতন বৃদ্ধি হয়।

Published by:Satabdi Adhikary
First published: