#কলকাতা: দেশের পরিবহন ব্যবস্থায় টাটা মোটরসের অবদান বিরাট ৷ ছোট গাড়ির পাশাপাশি বাণিজ্যিক গাড়ির বাজারে এই সংস্থার গুরুত্ব অনেক ৷ টাটা মোটরসের এবারের নতুন চমক, লিক্যুইফাইড ন্যাচরাল গ্যাস (LNG) দ্বারা চালিত বাস ৷ হ্যাঁ, দেশের মধ্যে এই প্রথমবার এমন বাস লঞ্চ করে চমকে দিল টাটা ৷
৩৬ আসনের Starbus LNG AC Models-র এই বাস আপাতত ৪টি ডেলিভার করেছে সংস্থা ৷ গুজরাতের দহেজে ২টি এবং কেরলের কোচিতে ২টি এলএনজি বাসের পথ চলা শুরু হয়েছে ৷ সম্প্রতি কোচির এলএনজি টার্মিনালে খুব ধুমধাম করে বাসটির উদ্বোধন করেন কেরলের পরিবহন মন্ত্রী এ কে সাসিনদ্রানালং ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা মোটরসের অন্যান্য কর্তারাও ৷ এই ধরণের বাস কিনতে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই ৷ এবং বাসটির দামও অত্যন্ত সাধ্যের মধ্যেই বলে জানাচ্ছে সংস্থা ৷
স্টারবাস এলএনজি হল ভারতের বাজারে প্রথম গাড়ি, যেখানে এলএনজি সিস্টেম ব্যবহার করা হয়েছে ৷ ৩৬ আসনের এই বাসে ২x২ লে আউটের ( এসি এবং নন এসি) ICV সেগমেন্ট, ২x২ লে আউটের ৪০ আসন ও ৫৬ আসনের (এসি ও নন এসি) MCV সেগমেন্টের বাস বাজারে এনেছে টাটা মোটরস ৷ এই ধরণের বাসগুলির জ্বালানি ধারণের ক্ষমতা সিএনজি-র তুলনায় আড়াই গুণ বেশি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LNG Bus, TATA Motors