corona virus btn
corona virus btn
Loading

এবার কলকাতায় মদের হোম ডেলিভারি শুরু করল Swiggy

এবার কলকাতায় মদের হোম ডেলিভারি শুরু করল Swiggy

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী লাইসেন্স ও অন্য সমস্ত নিয়ম মেনে চলছে সংস্থা ৷

  • Share this:

#কলকাতা: এবার মদ হোম ডেলিভারি করবে Swiggy ৷ ঝাড়খণ্ড ও ওড়িশার পর এবার কলকাতা ও শিলিগুড়িতে মদের হোম ডেলিভারি (home delivery of alcohol) শুরু করেছে এই সংস্থা ৷ রাজ্যের অন্য শহরেও শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে ৷ বৃহস্পতিবার একটি বয়ানে সংস্থার তরফে জানানো হয় Swiggy তাদের লজিস্টিক ও টেকনোলজি ব্যবহার করে গাইডলাইন মেনে চলছে ও সামাজিক দূরত্ব বজায় রাখছে ৷

Swiggy -র তরফে জানানো হয়েছে করোনার ভাইরাস মহামারীর মধ্যে দোকানে ভিড় কমানোর উদ্দেশ্যে মদের হোম ডেলিভারি শুরু করেছে তারা ৷ সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ঝাড়খণ্ড, ওড়িশায় সফল হওয়ার পর এবার পশ্চিমবঙ্গে এই পরিষেবা চালু করা হচ্ছে ৷ বর্তমানে কলকাতা ও শিলিগুড়িতে চালু করা হয়েছে পরিষেবা ৷ এরপর রাজ্যের ২৪টি অন্য শহরেও এই পরিষেবা চালু করা হবে ৷

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী লাইসেন্স ও অন্য সমস্ত নিয়ম মেনে চলছে সংস্থা ৷ এবং সমস্ত তথ্য যাচাইয়ের পরে বড় শহরগুলির অনুমোদিত খুচরো বিক্রেতাদের সঙ্গে চুক্তি করেছে৷ ৷

তবে গ্রাহকদের নিজের বয়সের প্রমাণ পত্র ও ছবি আপলোড করতে হবে এই পরিষেবার জন্য ৷ এর পাশাপাশি কতটা অর্ডার করা যাবে তারও নির্দিষ্ট সীমা ঠিক করা হয়েছে ৷

Published by: Dolon Chattopadhyay
First published: June 4, 2020, 8:58 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर