#নয়াদিল্লি: ঠান্ডায় ফের একবার দাম বাড়ল ডিমের ৷ গত ৩-৪ বছরের সমস্ত রেকর্ড ভেঙে ডিমের দাম এখন সবেচেয় বেশি ৷ ২০ ডিসেম্বর ডিমের দাম ওপেন মার্কেট রেটে গত ৩ বছরের অফিশিয়াল রেটের রের্কড ভেঙে দিয়েছে ৷ দিল্লির ওপেন মার্কেটে ১০০টা ডিম ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে ৷ অথচ অফিশিয়াল রেট ৫২১ টাকা ৷ ৩ বছর আগে ডিমের অফিশিয়াল রেট ৫৪৩ টাকা ছিল ৷
দেশের মধ্যে ডিমের সবচেয়ে বড় মান্ডিতে ১০০টি ডিমের অফিশিয়াল দাম ৪২০ টাকা থেকে বেড়ে ৫২১ টাকায় পৌঁছে গিয়েছে ৷ ওপেন মার্কেটে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে ডিম ৷ অল্প সময়ের মধ্যেই হু হু করে বেড়ে গিয়েছে ডিমের দাম ৷ ৫ ডিসেম্বরের দু’দিন আগে পর্যন্ত ডিমের দাম ৪২০ টাকা ছিল, কিন্তু ৫ ডিসেম্বরের পর দাম বেড়ে ৪৮৩ টাকা হয়ে গিয়েছে ৷
মুর্গিদের মধ্যে আরডি রোগ হয়েছে যার জেরে ডিমের উৎপাদন কমে গিয়েছে ৷ এর জেরে ডিমের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।