Home /News /business /

Stock Market: ওমিক্রনের ধাক্কায় শেয়ার বাজারে ধস! বিরাট পতন সেনসেক্স, নিফটিতে...

Stock Market: ওমিক্রনের ধাক্কায় শেয়ার বাজারে ধস! বিরাট পতন সেনসেক্স, নিফটিতে...

ওমিক্রন আতঙ্কের জের শেয়ারবাজারে

ওমিক্রন আতঙ্কের জের শেয়ারবাজারে

Stock Market: ওমিক্রন এদেশের মাটিতে প্রভাব বাড়াতেই তার সরাসরি প্রভাব পড়ল শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই একধাক্কায় অনেকটা পড়ল সেনসেক্স এবং নিফটির সূচক।

 • Share this:

  #মুম্বই: ফের শেয়ার বাজারে বড়সড় ধস। গত মাসে করোনার (CoronaVirus) নতুন স্ট্রেন ওমিক্রনের হদিশ মেলার পরই সেনসেক্স এবং নিফটিতে বিরাট পতন দেখেছে বম্বে স্টক এক্সচেঞ্জ(Stock Market)। সেই ওমিক্রন এদেশের মাটিতে প্রভাব বাড়াতেই তার সরাসরি প্রভাব পড়ল শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই একধাক্কায় অনেকটা পড়ল সেনসেক্স এবং নিফটির সূচক।

  এদিন সকালে শেয়ার বাজার (Stock Market) খুলতেই দ্রুত নামতে থাকে সূচক। দুপুর ১২টা নাগাদ সেনসেক্স নেমে যায় ১৬০০ পয়েন্ট। আপাতত সেনসেক্সের সূচক ঘোরাফেরা করছে ৫৬ হাজারের আশেপাশে। বড়সড় পতন ঘটেছে নিফটির (Nifty) সুচকেও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের নিফটি প্রায় ৪০০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০০ পয়েন্টের আশাপাশে। বিশেষজ্ঞদের আশঙ্কা নিফটি দ্রুত সাড়ে ১৬ হাজারেরও নিচে নেমে যেতে পারে।

  আরও পড়ুন: ফের মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত? এবার Pegasus নিয়ে মমতাকে চিঠি ধনখড়ের...

  উল্লেখ্য, লকডাউন পর্বে ভয়াবহ পতনের সাক্ষী হয় দালাল স্ট্রিট। সেনসেক্সের (Sensex) সূচক নেমে দাঁড়ায় ২৫ হাজরের কোঠায়। যদিও করোনা পরবর্তী কালে শেয়ার বাজারের সূচক ফের উপরের দিকে উঠতে থাকে। মাঝখানে অবশ্য সুদিনও দেখেছে বাজার। একটা সময় সেনসেক্সের সূচক ৬০ হাজারের উপরেও উঠেছিল।

  কিন্তু ওমিক্রনের চোখরাঙানিতে নতুন করে ভয়াবহ দিনের আশংকায় দালাল স্ট্রিট। বাজার (Stock Market) বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রনের ফলে দেশে ফের লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইছেন না। সেকারণেই বাজার ধাক্কা খাচ্ছে।

  আরও পড়ুন: সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি! নতুন শ্রম আইনে সবুজ সংকেত ১৩ রাজ্যের...

  প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ধরাছোঁয়ার মধ্যে থাকলেও ওমিক্রন (Omicron) নিয়ে ক্রমেই চিন্তা বাড়ছে। কয়েক মাস আগেও যেখানে প্যান্ডেমিক ধীরে ধীরে এন্ডেমিকে পরিণত হচ্ছে বলে দাবি করছিলেন বিশেষজ্ঞরা, সেটাও আপাতত হতে দিচ্ছে না ওমিক্রন। গতকালই কেন্দ্র সরকারের গড়ে দেওয়া এক প্যানেল দাবি করেছে, আগামী ফেব্রুয়ারিতে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে দেশে। যা বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা আরও বাড়ছে।

  Published by:Sanjukta Sarkar
  First published:

  Tags: Sensex, Stock market

  পরবর্তী খবর