#নয়াদিল্লি: আধার কার্ড সংক্রান্ত সমস্ত পরিষেবার জন্য UIDAI এর তরফে আধার সেবা কেন্দ্র (ASK - Aadhaar Seva Kendra) খোলা হয়েছে ৷ এই সেবা কেন্দ্র গিয়ে দেশের যে কোনও নাগরিক আধার সংক্রান্ত পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷ আধার এনরোলমেন্টের পাশাপাশি আধার আপডেট করারও কাজ হয়ে থাকে এই কেন্দ্রগুলিতে ৷
সপ্তাহের প্রতিদিন আধার কেন্দ্র সকাল ৯:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত খোলা থাকে ৷ আপনিও যদি আপনার আধারে কোনও তথ্য আপডেট করাতে চান তাহলে আধার সেবাকেন্দ্রে গিয়ে তা সহজেই করিয়ে নিতে পারবেন৷
এখানে কী কী পরিষেবা পাওয়া যায় দেখে নিন-
আধার এনরোলমেন্ট করাতে পারবেন ৷
পুরনো আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল আইডি-এর মতো তথ্য আপডেট করাতে পারবেন ৷
ছবি, বায়োমেট্রিক, ফিঙ্গার প্রিন্টের মতো তথ্য আপডেট করাতে পারবেন ৷
আধার ডাউনলোড বা প্রিন্ট করাতে পারবেন ৷
এর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে
>>প্রথমে UIDAI এর ওয়েবসাইটে গিয়ে My Aadhaar এ ক্লিক করুন>>এরপর ড্রপ ডাউন মেনুতে Book an Appointment এ ক্লিক করুন>>পরের স্টেপে আপনার সিটি বা লোকেশন সিলেক্ট করতে হবে>>এরপর 'New Aadhaar', 'Aadhaar Update', বা 'Manage >>Appointment' এর মতো অপশন সিলেক্ট করুন>>আধার আপডেট করার হলে মোবাইল নম্বর দিতে হবে ৷ ফোন নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে>>ওটিপি ভেরিফাই হওয়ার পর তারিখ ও টাইম স্লট সিলেক্ট করতে পারবেন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar card, UIDAI