#কলকাতা: যাঁরা ব্যবসা শুরু করার কথা চিন্তা করছেন তাঁদের জন্য রয়েছে একটি ভাল বিজনেস আইডিয়া। এই ব্যবসায় কম টাকা বিনিয়োগ করে ঘরে বসেই লাখ টাকা আয় করা সম্ভব। এর জন্য বাজারে বাজারে ঘোরার প্রয়োজন নেই। প্রায় সকলের কাছেই সকালের ব্রেকফাস্ট খুবই গুরুত্বপূর্ণ। সকালের সেই গুরুত্বপূর্ণ ব্রেকফাস্টকে ঘিরে একটি ব্যবসা রয়েছে, যা থেকে খুব সহজেই লাখ টাকা আয় করা সম্ভব। সকালের ব্রেকফাস্টে অনেকেই চিঁড়ে খেতে পছন্দ করে। এই চিঁড়ের ব্যবসা করেই খুব সহজে ভাল টাকা উপার্জন করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক এই ব্যবসার সঙ্গে জড়িত সমস্ত খুঁটিনাটি।
স্বাস্থ্যকর খাদ্য -
মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগে শুরু করা যেতে পারে এই ব্যবসা -
খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের (KVIC) একটি প্রজেক্ট রিপোর্ট অনুসারে চিঁড়ে ম্যানুফ্যাকচার ইউনিট লাগানোর জন্য প্রায় ২.৪৩ লাখ টাকা খরচ হয়। এর ৯০% লোন পাওয়া যায়। অর্থাৎ কেউ যদি এই ব্যবসা শুরু করতে চান, তাহলে তাঁকে শুধু ২৫ হাজার টাকা জোগাড় করতে হবে।অল্প কাঁচামাল দিয়ে শুরু -এই ব্যবসা শুরু করার জন্য প্রায় ৫০০ বর্গফুট জায়গার প্রয়োজন হয়। একটি চিঁড়ে মেশিন, ভাটি, প্যাকিং মেশিন এবং ড্রাম সহ ছোট ছোট কয়েকটি জিনিসের প্রয়োজন হয়। KVIC-এর রিপোর্ট অনুসারে এই ব্যবসা অল্প কাঁচামাল দিয়েই শুরু করা যায়। বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে কাঁচামালের পরিমাণ বাড়ানো যেতে পারে। এভাবে ধীরে ধীরে এই ব্যবসা থেকে মুনাফা লাভ করা সম্ভব।
এই ব্যবসায় লোন পাওয়ার উপায় -এই ব্যবসার জন্য সরকারের তরফে লোনের সুবিধা পাওয়া যায়। KVIC-এর একটি রিপোর্ট অনুসারে এই ব্যবসার জন্য একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করে গ্রামোদ্যোগ যোজনার মাধ্যমে লোনের অ্যাপ্লাই করা যায়। তার মাধ্যমে প্রায় ৯০% লোন পাওয়া যেতে পারে। KVIC দ্বারা প্রতি বছর গ্রামের ইন্ডাস্ট্রিকে বাড়ানোর জন্য লোন দেওয়া হয়। এর মাধ্যমে যে কেউ লোনের সুবিধা নিতে পারেন।
আরও পড়ুন: ক্রুড অয়েলের দামে বিরাট পতন, তাহলে কি এবার দাম কমবে পেট্রোল ও ডিজেলের ?এই ব্যবসায় আয় -এই ব্যবসা শুরু করার পর বিভিন্ন ধরনের মেটেরিয়াল কেনার প্রয়োজন রয়েছে। এর জন্য প্রায় ৬ লাখ টাকা খরচ হয়। এছাড়াও প্রায় ৫০ হাজার টাকা বিভিন্ন কাজে খরচ হয়। এই টাকা খরচ করে প্রায় ১০০০ কুইন্টাল চিঁড়ে উৎপাদন করা সম্ভব। এভাবে খরচ হবে প্রায় ৮.৬০ লাখ টাকা। অন্য দিকে, এই ১০০০ কুইন্টাল চিঁড়ে প্রায় ১০ লাখ টাকায় বিক্রি করা সম্ভব অর্থাৎ এর থেকে প্রায় ১.৪০ লাখ টাকা লাভ করা সম্ভব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।