হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
কলকাতা এখন স্পাইসজেটের অন্যতম গুরুত্বপূর্ণ কার্গো হাব

কলকাতা স্পাইসজেটের অন্যতম গুরুত্বপূর্ণ কার্গো হাব, এ শহর থেকে কী কী জিনিস যাচ্ছে অন্য শহরে? দেখে নিন

Representational Image

Representational Image

কলকাতা এখন স্পাইসজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্গো হাব ৷ এখান থেকে দেশের বিভিন্ন শহরে খাদ্যসামগ্রী ও ওষুধপত্র প্রতিনিয়ত পৌঁছে দেওয়ার কাজ করছে স্পাইসজেট ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: পশ্চিমবঙ্গে লিচু ও মৎস্যচাষ যারা করেন, তাদের অবশ্যই উৎসাহ জোগাচ্ছে বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট ৷ দেশের সবচেয়ে বড় কার্গো অপারেটর বিমানসংস্থা স্পাইসজেট সম্প্রতি কলকাতা থেকে ১৭০ মেট্রিক টন লিচুর বীজ ও মাছের চারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে ৷ গোটা মে মাস জুড়েই এই কাজ করেছে স্পাইসজেট ৷

কলকাতা থেকে শুধুমাত্র মে মাসেই ১১০ মেট্রিক টনের লিচু দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে এই বিমানসংস্থা ৷ যার মধ্যে বেঙ্গালুরুতে ৫০.৪৩ মেট্রিক টন, দিল্লিতে ২৭.৩৫ মেট্রিক টন, মুম্বইতে ২৩.১৯ মেট্রিক টন, আহমেদাবাদে ৫.৬৩ মেট্রিক টন এবং চেন্নাইতে ২.১১ মেট্রিক টন লিচু রয়েছে ৷ এর পাশাপাশি ৬০ মেট্রিক টন মাছের চারা কলকাতা থেকে ইম্ফল, কোচি, চেন্নাই-সহ দেশের বিভিন্ন শহরে পৌঁছে দিয়েছে স্পাইসজেট ৷

এর আগে, গত ২৫ মার্চ থেকে ৮ মে-র মধ্যে রেকর্ড পরিমাণ ৪৭০ টন শ্রিম্প এবং ফ্রেশ ফার্ম কলকাতা থেকে চেন্নাই, আগরতলা, ইম্ফল, কোচি, বিশাখাপত্তনমের মতো বিভিন্ন শহরে পৌঁছে দেওয়ার কাজ করেছে এই বেসরকারি বিমানসংস্থা ৷ কলকাতা এখন স্পাইসজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্গো হাব ৷ এখান থেকে বিভিন্ন রাজ্যেই খাদ্যসামগ্রী ও ওষুধপত্র প্রতিনিয়ত পৌঁছে দেওয়ার কাজ করছে স্পাইসজেট ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: SpiceJet, SpiceJet Cargo