নয়া দিল্লি: সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক গত বৃহস্পতিবার ৩১ মার্চে-এ শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে ৩৩৩.৯ কোটি টাকায় নিট মুনাফার সঙ্গে ২২.৭ শতাংশ বার্ষিক নিট মুনাফা বৃদ্ধি করেছে। গত বছরের একই ত্রৈমাসিকে ব্যাঙ্কটি ২৭২ কোটি নিট লাভ করেছিল।
নেট সুদের আয় (NII), যা কোনও ব্যাঙ্ক তার ঋণ কার্যক্রম থেকে অর্জিত সুদের আয় এবং আমানতকারীদের প্রদান করা সুদের মধ্যে পার্থক্য বোঝায়, তা এক্ষেত্রে ৪৩.৪ শতাংশ বেড়েছে। গত আর্থিক বছরে একই ত্রৈমাসিকে ৫৯৭.৭ কোটি টাকার বিপরীতে ৮৫৭.২ কোটি টাকায় বর্তমানে এসেছে।
আর্থিক পরিপ্রেক্ষিতে গ্রস এনপিএ ৩,৮৪৩.৬ কোটি টাকার বিপরীতে ৩,৭০৮.৩ কোটি টাকায় দাঁড়িয়েছে কোয়ার্টার-অন-কোয়ার্টার (QoQ)। নেট এনপিএ ১,৫২৯.৯ কোটি টাকার (QoQ) বিপরীতে ১,২৯৩.৬ কোটি টাকায় এসেছে।
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কও ২০২২-২০২৩ আর্থিক বছরের জন্য ৭৭৫.০৯ কোটি টাকার নিট মুনাফা ঘোষণা করেছে। দাবি করা হচ্ছে যে এটিই ব্যাঙ্কের ইতিহাসে সর্বোচ্চ। আগের বছরের তুলনায় নিট মুনাফার বৃদ্ধি ১৬২৩.১১ শতাংশ।
আরও পড়ুন, দাম কমল কি সোনা-রূপোর? জেনে নিন আজকের দর কেমন
আরও পড়ুন, আর মাত্র ৪ দিন! কোন কোন স্টেশনে থামবে হাওড়া-পুরী বন্দে ভারত, জেনে নিন বিশদে
এর গ্রস নন-পারফরমিং অ্যাসেট (NPA) বছরে ৫.৯০ শতাংশ থেকে ৫.১৪ শতাংশে ৭৬ bps কমে এসেছে। নেট এনপিএ ১১১ bps কমে ২.৯৭ শতাংশ থেকে ১.৮৬ শতাংশে নেমে এসেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank