Home /News /business /
এবছর ট্র্যাক্টর ব্যবসা আরও বৃদ্ধির আশায় সোনালিকা

এবছর ট্র্যাক্টর ব্যবসা আরও বৃদ্ধির আশায় সোনালিকা

ট্র্যাক্টরের ব্যবসা দেশে লাভের মুখ দেখছে ৷ চলতি বছরে তাই ১০ শতাংশ বৃদ্ধির আশায় দেশের অন্যতম ট্র্যাক্টর প্রস্তুতকারক সংস্থা সোনালিকা ইন্টারন্যাশনাল ট্র্যাক্টর ৷

 • Share this:

  #কলকাতা: ট্র্যাক্টরের ব্যবসা দেশে লাভের মুখ দেখছে ৷ চলতি বছরে তাই ১০ শতাংশ বৃদ্ধির আশায় দেশের অন্যতম ট্র্যাক্টর প্রস্তুতকারক সংস্থা সোনালিকা ইন্টারন্যাশনাল ট্র্যাক্টর ৷ কলকাতায় সম্প্রতি তাদের নতুন মডেল DI 750 III Rx উদ্বোধনে এসে সংস্থার সেলস ও মার্কেটিং প্রেসিডেন্ট আর.কে সিং বলেন, ‘‘ ২০১৫-১৬ আর্থিক বছরে আমাদের মোট ব্যবসার পরিমাণ ছিল ৫০০০ কোটি ৷ এবছর সেটা আরও ১০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা আমাদের ৷’’

  গত বছর অবশ্য সংস্থা ৭২ হাজার ইউনিট ট্রাকই বিক্রি করতে পেরেছিল ৷ ২০১৪-১৫ আর্থিক বছরে বিক্রির পরিমাণ ছিল যেখানে ৭৫ হাজার ইউনিট ৷ অর্থাৎ বিক্রির হার ৪ শতাংশ কমেছে গতবছর সংস্থার ৷ এব্যাপারে আর. কে সিং বলেন , ‘‘ গতবছর দেশজুড়ে তীব্র খরার জন্য গোটা ট্র্যাক্টর শিল্পেরই অবস্থা খারাপ ছিল ৷ বিক্রির হার ১৪ শতাংশ কমে গিয়েছিল ৷ তাই আমাদের বিক্রির পরিমাণ কমাটাই স্বাভাবিক ৷ কিন্তু এবছর বৃষ্টির পূর্বাভাস অনেক বেশি ৷ যা ট্র্যাক্টর ব্যবসার ক্ষেত্রেও পজিটিভ খবর ৷’’ তিনি আরও বলেন, ‘‘ এবছর ট্র্যাক্টর বিক্রির হার কীরকম, সেটা বোঝা যাবে সেপ্টেম্বর মাসের পরই ৷ কারণ ওইসময়ের পরই উৎসবের মরশুম শুরু হয় দেশে এবং কৃষকরাও নতুন  জিনিস কেনেন পরের মরশুমের জন্য ৷’’

  sonalika tractors kolkata

  পশ্চিমবঙ্গেও সোনালিকা ট্র্যাক্টরের বিক্রির হার যথেষ্ট ভাল ৷ গতবছর ২৩০০ ইউনিট ট্র্যাক্টর বিক্রি হয়েছিল সংস্থার এরাজ্যে ৷ এবং এবছর প্রথম কোয়ার্টারেই ৮২০ ইউনিট ট্র্যাক্টর ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ পঞ্জাবের হোশিয়ারপুরে সংস্থার ট্র্যাক্টর তৈরির কারখানা রয়েছে ৷ মোট ৬০০ কোটি টাকা খরচ করে এই কারখানা তৈরি হয়েছে ৷ বছরে প্রায় ২ লক্ষ ট্র্যাক্টর তৈরির ক্ষমতা রয়েছে এই কারখানায় ৷

  First published:

  Tags: DI 750 III Rx, New Model, R.K. Singh, Sonalika International Tractors Ltd, Sonalika Tractors Business, West bengal, West Bengal Farmers

  পরবর্তী খবর