Home /News /business /
Sir H N Reliance Foundation Hospital: করোনা চিকিৎসায় আরও উন্নত ব্যবস্থা, হাসপাতালে বাড়ানো হল শিশু ও বয়স্কদের ক্রিটিকাল কেয়ার ইউনিট

Sir H N Reliance Foundation Hospital: করোনা চিকিৎসায় আরও উন্নত ব্যবস্থা, হাসপাতালে বাড়ানো হল শিশু ও বয়স্কদের ক্রিটিকাল কেয়ার ইউনিট

শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিটের সংখ্যা এবং অন্যান্য ব্যবস্থা আরও বাড়ানো হল ৷

 • Share this:

  মু্ম্বই: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশবাসী ৷ মুম্বই তথা গোটা মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা বহুদিন ধরেই অনেক বেশি ৷ অক্সিজেন, হাসপাতালে বেড না পাওয়ার সমস্যা অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে ৷ তাই ভবিষ্যতের কথা ভেবে কোভিড রোগীদের জন্য আরও উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা সেরে ফেলেছে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল (RFH) ৷ শিশু এবং বয়স্কদের জন্য হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিট সংখ্যা এবং অন্যান্য ব্যবস্থা আরও বাড়ানো হল ৷ করোনা রোগীদের চিকিৎসায় মহারাষ্ট্র এবং বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) যেভাবে কাজ করছে, তাদের সবরকম সহযোগিতা করতে প্রস্তুত রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল ৷

  আইসিউ বেডগুলিতে শিশু ও প্রাপ্ত বয়স্কদের জন্য ভেন্টিলেটর, মনিটারিং ডিভাইস, ডায়ালিসিস সাপোর্ট এবং অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা সব কিছুই থাকছে ৷ ডাক্তার, নার্স এবং নন-মেডিক্যাল কর্মীদের নিয়ে মোট ৫০০ ফ্রন্টলাইন কর্মীদের টিম রোগীদের চিকিৎসার কাজে দিন রাত রয়েছেন ৷ থাকছে টেলি-আইসিউ সেন্টারের ব্যবস্থাও ৷

  রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি জানান, ‘‘ এই কঠিন সময় অনেকেই অনেক কিছু হারিয়েছেন ৷ অনেকে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ তাদের কথা ভেবে আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে ৷ করোনার চিকিৎসায় আমাদের সাধ্যমতো সবরকম সাহায্য করার কাজ আমরা চালিয়ে যাব ৷’’

  গত বছর মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে ২২৫টি শয্যা বিশিষ্ট ভারতের প্রথম করোনা হাসপাতাল তৈরি করেছিল রিলায়েন্স ফাউন্ডেশন এবং বৃহন্মুম্বই পুরনিগম। এই ২২৫টি বেডের মধ্যে ২০টি ICU বেড-সহ মোট ১০০টি বেডের যাবতীয় দায়িত্বভার নেয় স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল। এই সেভেন হিল হাসপাতালে অতিরিক্ত আরও ২৫টি ICU বেড বাড়ানো হয়। এর জেরে ৪৫টি ICU বেড সহ মোট ১২৫টি বেডের দায়িত্বে RF।

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Coronavirus, Reliance Foundation

  পরবর্তী খবর