#নয়াদিল্লি: বর্তমানে সময়ে সুরক্ষিত ও ভাল রিটার্নের জন্য মিউচ্যুয়াল ফান্ডের SIP(সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) ভাল বিকল্প মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এসআইপি-তে ইনভেস্ট করেও আপনিও হতে পারবেন লাভবান ৷ তবে এর জন্য সঠিক স্কিম সিলেক্ট করতে হবে আপনাকে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, SIP-তে বিনিয়োগ করা বেশ লাভজনক হতে পারে ৷
আপনি প্রতিদিন কেবল ১০০ টাকা অর্থাৎ মাসে ৩০০০ টাকা করে আগামী ১৫ বছরের জন্য ইনভেস্ট করলে ২০ লক্ষ টাকার ইক্যুইটি পেয়ে যাবেন ৷
বাজারে এরকম একাধিক মিউচ্যুয়াল ফান্ড রয়েছে যেখানে ১৫ বছরে ১৫ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে ৷ এই হিসেবে রিটার্ন পেলে ১৫ বছরে আপনার ইনভেস্টমেন্টের ফিউচার ভ্যালু ২০.০৬ লক্ষ টাকা হয়ে যাবে ৷
টপ রেটিংয়ের ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের পারফরম্যান্স
স্কিমের নাম ৩ বছরের রিটার্ন ৫ বছর ১০ বছর
মিরায় অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড ১৩.৮% ১৫.৯% ১৫.৪%
কানাড়া রোবেকো ব্লুচিপ ইক্যুইটি ফান্ড ১৬.৮% ১৬.৬% ১৩.৬%
আদিত্য বিড়লা SL Flexi ক্যাপ ১২.৬% ১৫.৫% ১৪.৯ %
কোটাক ইমার্জিং ইক্যুইটি ফান্ড ১৫.৫% ১৭.৫% ১৮.৫%
আপনি কোনও মিউচ্যুয়াল ফান্ড স্কিমে প্রতি মাসে ১৫০০ টাকা ইনভেস্ট করলে ১৫ বছরে আপনার মোট ইনভেস্টমেন্ট ২,৭০,০০০ টাকা হয়ে যাবে ৷ আপনার SIP এর ভ্যালু ১০,০২,৭৬০ টাকা হবে অর্থাৎ আপনার ৭,৩২,৭৬০ টাকা লাভ হবে ৷
SIP, মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করার সবচেয়ে ভাল অপশন ৷ SIP-র মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে ১০,১৫ বা ২০ বছরের জন্য ইনভেস্ট করা জরুরি ৷ আপনি চাইলে ইনভেস্টমেন্ট বন্ধ করতে পারবেন ৷ মাঝখানে ইনভেস্টমেন্ট বন্ধ করলে এর জন্য পেনাল্টি দিতে হবে না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mutual Funds, SIP