#মুম্বই: রিলায়েন্সের রিটেল ব্যবসায় আরও ১৮৭৫ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সিলভার লেকের সহযোগী বিনিয়োগকারী সংস্থা৷ রিলায়েন্সের রিটেল ব্যবসায় বিশ্বের অগ্রণী সংস্থাগুলি বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে৷ প্রাইভেট ইক্যুইটি জায়ান্ট সিলভার লেকের সহযোগী সংস্থার বিনিয়োগ তার সর্বশেষ উদাহরণ৷
এর ফলে রিলায়েন্স রিটেল ভেনচার্স লিমিটেড বা RRVL-এ সর্বমোট ৯৩৭৫ কোটি টাকার বিনিময়ে ২.১৩ শতাংশ অংশিদারিত্ব হাতে নিল সিলভার লেক এবং তাদের সহযোগী বিনিয়োগকারী সংস্থা৷ রিলায়ন্সের রিটেল ব্যবসায় বুধবারই জোড়া বিনিয়োগ এল৷ গত তিন সপ্তাহে বিশ্বের চারটি নামজাদা সংস্থা রিলায়েন্সের রিটেল ব্যবসায় বিনিয়োগ করল৷ যার ফলে RRVL-এর প্রি-মানি ইক্যুইটি মূল্য ৪.২৮৫ লক্ষ কোটি টাকায় গিয়ে পৌঁছল৷
সিলভার লেকের সহযোগী সংস্থার এই সর্বশেষ বিনিয়োগ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, 'ভারতবাসীর উন্নতির জন্য দেশের রিটেল ব্যবসায় আমূল বদল আনার যে যাত্রা রিলায়েন্স শুরু করেছে, তাতে সিলভার লেক এবং তাদের সহযোগী বিনিয়োগকারীরা আমাদের মূল্যবান সঙ্গী৷ তাদের সমর্থন এবং ভরসা পেয়ে আমরা খুবই খুশি৷ পাশাপাশি ভারতে রিটেল ব্যবসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তাদের বিপুল বিনিয়োগ এবং শক্তিশালী নেটওয়ার্কের সুবিধাও আমরা পাব৷ ভারতে রিটেল ব্যবসা এবং রিলায়েন্স রিটেল-এর ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময়, সিলভার লেকের এই অতিরিক্ত বিনিয়োগ তারই প্রমাণ৷'
বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীদের থেকে গত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ বিনিয়োগ আসছে রিলায়েন্সের রিটেল ব্যবসায়৷ ভারতের সর্ববৃহৎ রিটেল ব্যবসা রিলায়েন্স রিটেলে গত কয়েক সপ্তাহে সিলভার লেক এবং মার্কিন সংস্থা কেকেআর যথাক্রমে ১.৭৫ এবং ১.২৮ শতাংশ অংশীদারিত্বের জন্য মোট ১৩,০৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে৷
আজ, অর্থাৎ বুধবার বেসরকারি ইক্যুইটি সংস্থা জেনারেল অ্যাটলান্টিক রিলায়েন্স রিটেলের ০.৮৪ শতাংশ অংশীদারিত্ব নেওয়ার জন্য ৩৬৭৫ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করে৷
এবারের অতিরিক্ত বিনিয়োগ প্রসঙ্গে সিলভার লেক-এর কো-সিইও ইগন ডারবান বলেছেন, 'এই অতুলনীয় সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের আরও বেশি সহযোগী বিনিয়োগকারীকে আনতে পেরে আমরা খুবই খুশি৷ গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে নতুন বিনিয়োগের ধারা অব্যাহত রয়েছে, তা রিলায়েন্স রিটেলের ব্যবসায়িক মডেল এবং দূরদৃষ্টির উপর আস্থারই প্রমাণ৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reliance Retail