#মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার পরই চাঙ্গা হল শেয়ার বাজার৷ বম্বে স্টক একচেঞ্জ এবং ন্যাশনাল স্টক একচেঞ্জ- এ দিন শেয়ার সূচকে ২ শতাংশেরও বেশি বৃদ্ধি দেখা গিয়েছে৷ বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক ৬৩৭.৪৯ বেড়ে ৩২,০০৮ পয়েন্টে বন্ধ হয়েছে৷ অন্যদিকে নিফটি-র শেয়ার সূচক ১৮৮.০৫ পয়েন্ট বেড়ে ৯,৩৮৩.৫৫ পয়েন্টে বন্ধ হয়েছে৷ প্রধানমন্ত্রীর ঘোষণার পরে বিনিয়োগকারীরা ফের আস্থা ফিরে পেয়েছেন৷ দিনের শেষে তাই বিনিয়োগকারীদের লাভের পরিমাণ দাঁড়িয়েছে কমবেশি ২ লক্ষ কোটি টাকা৷
বুধবার বাজারে বেশ কয়েকটি ক্ষেত্রে শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে৷ তার মধ্যে গাড়ি নির্মাণ, ব্যাঙ্ক নিফটি, আইটি, ধাতব পণ্য, তেল এবং গ্যাস, রাষ্ট্রাত্ত্ব সংস্থা, প্রযুক্তি ক্ষেত্র, ভোগ্যপণ্য, মূলধনি পণ্য৷ আবার এফএমসিজি, হেলথ কেয়ারের মতো কয়েকটি ক্ষেত্রে শেয়ারের দামে পতন দেখা গিয়েছে৷ সবথেকে ভাল গতি দেখা গিয়েছে ব্যাঙ্কিং ক্ষেত্রে৷
যে শেয়ারগুলি থেকে বিনিয়োগকারীরা বুধবার সবথেকে বেশি লাভবান হয়েছেন, সেগুলি হলো অ্যাক্সিস ব্যাঙ্ক, আদানি পোর্টস অ্যান্ড এসইজেড, এল অ্যান্ড টি, আলট্রাটেক সিমেন্ট, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা এবং আইসিআইসিআই ব্যাঙ্ক৷আবার নেসলে ইন্ডিয়া, সান ফার্মা, ভারতী এয়ারটেল, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান ইউনিলিভার এবং টাটা কনসালটেন্সি সার্ভিস-এর শেয়ারের মূল্য নেমে গিয়েছে৷
মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় বিএসই-র মার্কেট ক্যাপ ছিল ১,২২,৬৯,৮৪৪.২৫ কোটি টাকা৷ সেখানে বুধবার লেনদেন বন্ধ হওয়ার সময় তা বেড়ে হয়েছে ১,২৪,৭০,২৮৭.৭৩ কোটি টাকা৷ এর ফলে একদিনে বিনিয়োগকারীদের লাভের পরিমাণ বেড়ে হয়েছে ২,০০,৪৪৩.৪৮ কোটি টাকা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Share Market