Home /News /business /
Coronavirus| করোনা মহামারী! শেয়ারবাজার খুলতেই বড় ধস, বিরাট ক্ষতির প্রমাদ গুনছেন বিনিয়োগকারীরা

Coronavirus| করোনা মহামারী! শেয়ারবাজার খুলতেই বড় ধস, বিরাট ক্ষতির প্রমাদ গুনছেন বিনিয়োগকারীরা

বিশাল পতন শেয়ার বাজারে

বিশাল পতন শেয়ার বাজারে

বিশ্ব বাজারে ভয়ঙ্কর পরিস্থিতি৷ শেয়ারবাজার খুলতেই নিফটি-তে ৫.২ শতাংশ একলাফে পতন ঘটে৷ সেনসেক্সে ১৮০০-রও বেশি নীচে নেমে যায় সূচক৷ সেনসেক্স ৩৩,৮৭৬.১৩৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: করোনা ভাইরাস শুধু মানুষকেই কাবু করছে না৷ এই আণুবীক্ষণিক বিষ টালমাটাল করে দিল বিশ্ব অর্থনীতিও৷ যার নির্যাস, বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজারে বিপুল ধস নামল৷ বাজার খুলতেই এদিন সেনসেক্স নেমে গেল তলানিতে৷ নিফটি-ও খুব খারাপ অবস্থায়৷ বিশাল অঙ্কের ক্ষতির আশঙ্কার প্রমাণ গুনছেন বিনিয়োগকারীরা৷ রেকর্ড কমল টাকার দামও৷ ডলারের সাপেক্ষে টাকার দাম ১৭ মাসে সর্বনিম্ন৷ ডলারের সাপেক্ষে টাকার দাম ০.৮ শতাংশ কমে ৭৪.৩৫ টাকায় এসে ঠেকল৷ ২০১৮ সালের অক্টোবরের পর এটাই সর্বনিম্ন৷

এ দিন বাজার খুলতেই ব্লু-চিপ নিফটি একলাফে ১০ হাজারের নীচে চলে যায়৷ গত দুবছরে এত খারাপ অবস্থা দেখেনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ৷ বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্সও ১৮০০ পয়েন্ট পড়ে গিয়েছে৷ বুধবার রাতেই করোনা ভাইরাসকে আন্তর্জাতিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ সব দেশ বিমান বাতিল করছে৷ সীমান্ত সিল করছে৷ ব্যবসায়িক আদানপ্রদানও বন্ধ করে দিয়েছে করোনা ঠেকাতে৷ ভারতের অবস্থাও শোচনীয়৷ ইতিমধ্যেই দেশে ৬০ জনের বেশি করোনা আক্রান্ত৷ বিশ্বে ১ লক্ষ ২৪ হাজারের বেশি মানুষের শরীরে মারণ ভাইরাস৷ সাড়ে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷

এ হেন অবস্থায় বিশ্ব বাজারে ভয়ঙ্কর পরিস্থিতি৷ শেয়ারবাজার খুলতেই নিফটি-তে ৫.২ শতাংশ একলাফে পতন ঘটে৷ সেনসেক্সে ১৮০০-রও বেশি নীচে নেমে যায় সূচক৷ সেনসেক্স ৩৩,৮৭৬.১৩৷ জানুয়রিতে খানিক চাঙ্গা হয়েছিল ভারতের বাজার৷ সেই অবস্থা থেকে ২০ শতাংশ পড়ে গিয়েছে৷

শেয়ারবাজার বিশেষজ্ঞ গৌরব দুয়ার কথায়, 'করোনাকে আন্তর্জাতিক মহামারী ঘোষণা করার জেরেই এই বিপুল অঙ্কের পতন৷ এমনিতেই ভারতের আর্থিক বৃদ্ধিতে মন্দা চলছে৷ তারপর উপর করোনার জেরে বিনিয়োগকারীরা রীতিমতো উদ্বেগে রয়েছেন৷ তাঁরা বিনিয়োগ করতেই ভয় পাচ্ছেন৷'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের দেশগুলির উপর ট্র্যাভেল ব্যান ঘোষণা করেছেন করোনা ঠেকাতে৷ করোনা আক্রান্ত দেশগুলির ভিসা বন্ধ করে দিল ভারতও৷ সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus in India, Coronavirus Pandemic, Share Market Today