#নয়াদিল্লি: এবার LIC-তেও বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিল সরকার। ভারতীয় জীবন বিমা নিগমের পুরো অংশীদারিত্ব নিজেদের হাতে রাখতে নারাজ সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মল সীতারমন ঘোষণা করলেন, সরকার LIC-র অংশীদারিত্বের কিছু অংশ বিক্রি করতে চায়। তবে কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে, তা এখনও স্পষ্ট করেনি সরকার।
Sensex at 40,576, down by 140 points ; Nifty at 11,910, down by 126.50 points pic.twitter.com/Jtqngp1GPD
— ANI (@ANI) February 1, 2020
Sensex at 40,688.28, down by 35.21 points pic.twitter.com/pao02OBySo
— ANI (@ANI) February 1, 2020
এদিকে নির্মলা সীতারামনের বাজেট পেশের মধ্যেই হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার। এলআইসি-র আংশিক শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা করবার মাত্রই সেনসেক্সের পতন ১০০০ ছাড়াল। নিফটি-রও বিপুল পতন। ১৭০ পয়েন্ট পতন হল নিফটি সূচকের। ব্যাঙ্কের শেয়ার কার্যত মুখ থুবড়ে পড়েছে। শনিবার শেয়ার বাজার বন্ধ থাকে। কিন্তু বাজেটের জন্য রীতি ভেঙে শনিবারও খোলা শেয়ার বাজার। বাজার খুলতেই সেনসেক্স ২২৩.৬৫ পয়েন্ট পড়ে ৪০ হাজার ৭২৩.৪৯ পয়েন্টে নেমে যায়। নিফটি নেমে হয় ১১৯০৫ পয়েন্ট। পরে বেলা ১টা নাগাদ সেনসেক্স ৩৫.২১ পয়েন্ট পড়ে ৪০,৬৮৮.২৮ এ নামে।
টেক মাহিন্দ্রা, এনটিপিসি ও কোটক ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড ইত্যাদির শেয়ারদর বেশ পড়ে যায় এদিন ৷ অন্যদিকে দাম বেড়েছে এইচইউএল, মারুতি, এশিয়ান পেইন্টসের শেয়ারের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Budget 2020, Nifty, Nirmala Sitharaman, Sensex