Home /News /business /
৫ রাজ্যে জিতবে কারা? চিন্তায় সকালে বড় পতন সেনসেক্সে

৫ রাজ্যে জিতবে কারা? চিন্তায় সকালে বড় পতন সেনসেক্সে

ছবিটি প্রতীকী ও সংগৃহীত

ছবিটি প্রতীকী ও সংগৃহীত

বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভোটের রেজাল্ট, মন্দ বিশ্ববাজারের পাশাপাশি লগ্নিকারীদের মনে ভয় ধরাচ্ছে টাকার দামে পতন, বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির মতো ইস্যুগুলি৷

 • Share this:

  #মুম্বই: রাত পোহালেই ৫ রাজ্যের ভোটের রেজাল্ট৷ এগজিট পোলে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি-র ভাগ্য নিয়ে সংশয়৷ তার উপর বিশ্ববাজারে মন্দা৷ জোড়া ফলার জেরে সোমবার সপ্তাহের শুরুতেই বড় পতন হল সেনসেক্সে৷

  এ দিনের শুরুতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক ধাক্কায় ৫৫০ পয়েন্ট পড়ে যায়৷ ইনডেক্সে দেখা যাচ্ছে, প্রায় সব স্টকই লাল ট্রেডিং করছে৷ বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভোটের রেজাল্ট, মন্দ বিশ্ববাজারের পাশাপাশি লগ্নিকারীদের মনে ভয় ধরাচ্ছে টাকার দামে পতন, বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির মতো ইস্যুগুলি৷

  শুধু সেনসেক্স নয়, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি-ও এ দিন পড়েছে ১৭২.৯৫ পয়েন্ট৷ দালাল স্ট্রিটে সবচেয়ে খারাপ অবস্থা দেখা যাচ্ছে, ধাতু, আবাসন, ব্যাঙ্কিং ও গাড়ি শিল্পের স্টকগুলিতে৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি পোর্টস, পাওয়ার গ্রিড, কোল ইন্ডিয়া, এশিয়ান পেন্টস, কোটাক ব্যাঙ্ক, ONGC, বেদান্ত, ইয়েস ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, হিরো মোটোকর্প ও ICICI ব্যাঙ্কের শেয়ার ৪ শতাংশ পড়ে গিয়েছে৷

  First published:

  Tags: Sensex, Share market news, Stock market

  পরবর্তী খবর