• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • ৬ বছরে সর্বনিম্ন জিডিপি! বড় পতন শেয়ারবাজারে

৬ বছরে সর্বনিম্ন জিডিপি! বড় পতন শেয়ারবাজারে

Sensex

Sensex

ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬ বছরে সর্বনিম্ন ৫ শতাংশে পৌঁছেছে৷ ফলে লগ্নিকারীদের মধ্যে ভয় কাজ করছে৷ এই ভয়ে অনুঘটকের কাজ করছে বিশ্ব বাণিজ্য যুদ্ধও৷

 • Share this:

  #মুম্বই: মন্দার কালোমেঘ ভারতের শেয়ার বাজারেও৷ আর্থিক বৃদ্ধির হার তলানিতে থাকা লগ্নিকারীরাও ঝুঁকি নিচ্ছেন না৷ যার নির্যাস, মঙ্গলবার এক ধাক্কায়  ৭৭০ পয়েন্ট পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স৷ খারাপ অবস্থা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও৷ নিফটি সূচক এক ধাক্কায় পড়ল ২২৫ পয়েন্ট৷

  ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬ বছরে সর্বনিম্ন ৫ শতাংশে পৌঁছেছে৷ ফলে লগ্নিকারীদের মধ্যে ভয় কাজ করছে৷ এই ভয়ে অনুঘটকের কাজ করছে বিশ্ব বাণিজ্য যুদ্ধও৷ অতএব জোড়া ফলা৷ এ দিন সকালে বাজার খোলার সময় থেকেই পতন জারি ছিল সেনসেক্সের৷ সেনসেক্সে উল্লেখযোগ্য ভাবে শেয়ারদর পড়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা স্টিল, বেদান্ত, HDFC, ইন্দাসইন্ড ব্যাঙ্কের৷ টাটা মোটরস, রিলায়েন্স ও ওএনজিসি-র ৪.৪৫ শতাংশ পতন হয়েছে শেয়ারে৷ একমাত্র তথ্যপ্রযুক্তি সংস্থা টেক মাহিন্দ্রা, HCL টেক সামান্য লাভের মুখ দেখেছে৷

  ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের পরে ব্যাঙ্কগুলির মধ্যে কর্পোরেশন ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ারদর ৯.৩ শতাংশ উঠেছে৷

  আরও ভিডিও: এগজিট পোলে চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স ও নিফটিতে বৃদ্ধি

  First published: