#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) আপনার অ্যাকাউন্ট থাকলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ ব্যাঙ্কের সমস্ত গ্রাহককে সতর্ক করা হয়েছে ৷ SBI তাদের কোটি কোটি গ্রাহকদের নিজস্ব তথ্য বা যে কোনও অ্যাপ ডাউনলোড করার বিষয় নিয়ে অ্যালার্ট করা হয়েছে ৷ ট্যুইট করে ব্যাঙ্কের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷
এসবিআই-এর তরফে জানানো হয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর, ডেট অফ বার্থ, CVV নম্বর, ডেবিট কার্ড নম্বর এই সমস্ত তথ্য ভুলেও অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না ৷ এছাড়া অজানা ই-মেল আইডি থেকে আসা অ্যাটাচমেন্ট, অজানা নম্বর থেকে আসা এসএমএস ও কল থেকে সাবধান থাকুন ৷
দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য মাঝেমধ্যেই অ্যালার্ট জারি করে থাকে স্টেট ব্যাঙ্ক ৷ এর মূল কারণ হচ্ছে গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখা ৷ ব্যাঙ্ক ট্যুইটার ও এসএমএস-এর মাধ্যমে গ্রাহকদের অ্যালার্ট পাঠাতে থাকে ৷
We advise our customers to be alert of fraudsters and not to share any sensitive details online or download any app from an unknown source.#StaySafe #StaySecure #BeAlert #CyberSecurity #CyberSafety #SBIAapkeSaath pic.twitter.com/jAQec1nmiG
— State Bank of India (@TheOfficialSBI) May 14, 2021
লকডাউনে সাইবার ক্রাইমের ঘটনা বেড়েই চলেছে ৷ আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৮-১৯ সালে ৭১,৫৪৩ কোটি টাকার ব্যাঙ্কিং ফ্রড হয়েছে ৷ ২০১৭-১৮ সালে ৫৯১৬ ফ্রডের মামলা সামনে এসেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Online Fraud, SBI