#নয়াদিল্লি: কৃষি সংক্রান্ত একাধিক কাজের ক্ষেত্রে ট্র্যাক্টরের প্রয়োজন পড়ে ৷ অনেকেরই ট্র্যাক্টর কেনার আর্থিক ক্ষমতা না থাকায় তাঁরা ভাড়া নিতে বাধ্য হন ৷ তবে এবার এই সমস্যার সমাধান নিয়ে হাজির স্টেট ব্যাঙ্ক ৷ কৃষকদের জন্য এবার তৎকাল ট্র্যাক্টর লোন নিয়ে হাজির হয়েছে স্টেট ব্যাঙ্ক (SBI Tatkal Tractor Loan) ৷ এই যোজনায় এসবিআই ইনস্যুরেন্স (Tractor Insurance) ও রেজিস্ট্রেশন ফি (Registration Fees)-সহ ট্র্যাক্টরের ১০০ শতাংশ খরচের লোন দিচ্ছে ব্যাঙ্ক ৷
স্টেট ব্যাঙ্কের তৎকাল ট্র্যাক্টর লোন এগ্রিকালচার টার্ম লোন ৷ ব্যাঙ্কের তরফে দেওয়া লোনে ট্র্যাক্টরের অ্যাক্সেসারিজ সামিল নেই ৷ এই স্কিমে নেওয়া লোনের টাকা ৪ থেকে ৫ বছরের মধ্যে শোধ দেওয়া যাবে ৷ ব্যাঙ্কের তরফে ফাইন্যান্স করা ট্র্যাক্টরের Comprehensive Insurance থাকে ৷ লোন যতদিন শোধ না হচ্ছে ততদিন ট্র্যাক্টর ব্যাঙ্কের হবে অর্থাৎ ব্যাঙ্কের কাছে বন্দক থাকবে ৷
কারা পাবেন এই লোন?
আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: State Bank Of India