হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
কৃষকদের জন্য বড় সুখবর! SBI ট্র্যাক্টর কেনার জন্য তৎকাল লোন দিচ্ছে ব্যাঙ্ক

কৃষকদের জন্য বড় সুখবর! SBI ট্র্যাক্টর কেনার জন্য তৎকাল লোন দিচ্ছে ব্যাঙ্ক

SBI Tractor Loan: আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: কৃষি সংক্রান্ত একাধিক কাজের ক্ষেত্রে ট্র্যাক্টরের প্রয়োজন পড়ে ৷ অনেকেরই ট্র্যাক্টর কেনার আর্থিক ক্ষমতা না থাকায় তাঁরা ভাড়া নিতে বাধ্য হন ৷ তবে এবার এই সমস্যার সমাধান নিয়ে হাজির স্টেট ব্যাঙ্ক ৷ কৃষকদের জন্য এবার তৎকাল ট্র্যাক্টর লোন নিয়ে হাজির হয়েছে স্টেট ব্যাঙ্ক (SBI Tatkal Tractor Loan) ৷ এই যোজনায় এসবিআই ইনস্যুরেন্স (Tractor Insurance) ও রেজিস্ট্রেশন ফি (Registration Fees)-সহ ট্র্যাক্টরের ১০০ শতাংশ খরচের লোন দিচ্ছে ব্যাঙ্ক ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/gold-and-silver-prices-on-11th-october-monday-dc-673431.html

স্টেট ব্যাঙ্কের তৎকাল ট্র্যাক্টর লোন এগ্রিকালচার টার্ম লোন ৷ ব্যাঙ্কের তরফে দেওয়া লোনে ট্র্যাক্টরের অ্যাক্সেসারিজ সামিল নেই ৷ এই স্কিমে নেওয়া লোনের টাকা ৪ থেকে ৫ বছরের মধ্যে শোধ দেওয়া যাবে ৷ ব্যাঙ্কের তরফে ফাইন্যান্স করা ট্র্যাক্টরের Comprehensive Insurance থাকে ৷ লোন যতদিন শোধ না হচ্ছে ততদিন ট্র্যাক্টর ব্যাঙ্কের হবে অর্থাৎ ব্যাঙ্কের কাছে বন্দক থাকবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/start-this-business-and-earn-lump-sum-amount-every-month-dc-672910.html

কারা পাবেন এই লোন?

  1. তৎকাল ট্র্যাক্টর লোনের জন্য কমপক্ষে ২ একর জমি থাকতে হবে
  2. সমস্ত কৃষক এই যোজনায় ব্যাঙ্কে লোনের জন্য আবেদন করতে পারবেন

আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

  1. লোনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে ৷ এর জন্য ডিলারের থেকে ট্র্যাক্টরের কোটেশন নিতে হবে
  2. পরিচয়পত্র হিসেবে ভোটার আইডি, প্যান, পাসপোর্ট, আধার বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে একটি জমা দিতে হবে
  3. ঠিকানার প্রমান পত্র হিসেবে পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে
  4. এর পাশাপাশি চাষ যোগ্য জমির প্রমাণ পত্র জমা দিতে হবে
আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/invest-rupees-233-daily-and-get-17-lac-rupees-dc-672905.html
Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: State Bank Of India