#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকেই কেন্দ্রের নির্দেশ মেনে একের পর এক নতুন নিয়ম জারি করেছিল দেশের বিভিন্ন ব্যাঙ্ক ৷ গ্রাহকদের জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করেছে এসবিআই ৷ নতুন নিয়মগুলির মধ্যে একটি হল অ্যাকাউন্টে নূন্যতম ব্যালান্স না রাখলে জরিমানা দিতে হবে গ্রাহকদের ৷ পয়লা পয়লা এপ্রিল থেকে এই নিয়মটিও চালু করা হয়েছে ৷
নিয়ম অনুযায়ী, মেট্রোপলিটন শহরের ক্ষেত্রে অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ টাকা রাখতে হবে ৷ শহর এলাকায় রাখতে হবে কমপক্ষে ৩০০০ টাকা ৷ শহরতলি ও গ্রামীণ এলাকার ক্ষেত্রে তা হবে ২০০০ ও ১০০০ টাকা ৷ এই নিয়ম না মানলে গ্রাহকদের জরিমানা দিতে হবে ব্যাঙ্ককে ৷
লতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জরিমানা হিসেবে প্রায় ২৩৫.০৬ কোটি টাকা আদায় করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ মিনিমান ব্যালেন্স না রাখার জন্য ৩৮৮.৭৪ লক্ষ অ্যাকাউন্ট থেকে এই জরিমানা কাটা হয়েছে ৷
মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌড় RTI আইনে এই বিষয়ে জানতে চাইলে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয় ৩০ জুন পর্যন্ত ন্যুনতম অ্যাকাউন্টে ন্যূনতম পরিমাণ টাকা অ্যাকাউন্টে না থাকার কারণে মোট ২৩৫.০৬ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Minimum balance fine, SBI collects Rs 235cr in minimum balance fine, State Bank Of India