#দিল্লি: কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ খাড়া৷ একই সঙ্গে তাঁর দাবি, দেশে অর্থনীতিকে দীর্ঘ মেয়াদী ভিত্তিতে ভরসা জোগাবে এই বাজেট৷
এ বারের বাজেটেই দু'টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বিলগ্নীকরণ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতামরণ৷ বিমা ক্ষেত্রেও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের হার ৭৪ শতাংশে নিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে বাজেটে৷ যদিও, অর্থনীতিকে চাঙ্গা করতে এবং আমজনতার উপরে করের বোঝা কমাতেই তিনি এই পথে হেঁটেছেন বলে দাবি করেছেন নির্মলা সীতারমণ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতকে সমর্থন জানিয়ে এসবিআই-এর চেয়ারম্যান CNN- News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, এই বাজেট কর্মসংস্থান তৈরি করবে৷ করোনা অতিমারি এবং তার জেরে তৈরি হওয়া আর্থিক মন্দা কাটাতে যা অবিলম্বে প্রয়োজন৷ পাশাপাশি এই বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ২০ হাজার কোটি টাকার মূলধন জোগানোর যে ঘোষণা করা হয়েছে তাকেও স্বাগত জানিয়েছেন এসবিআই চেয়ারম্যান৷
Can Budget 2021 Reboot the Economy?
SBI Chairman Dinesh Khara speaks exclusively to @maryashakil#BudgetWithNews18Watch #NewsEpicentre only on CNN-News18. pic.twitter.com/4RPT8SVv2z— News18 (@CNNnews18) February 1, 2021
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থা মজবুত করতে একটি নতুন অ্যাসেট রিস্ট্রাকচারিং কোম্পানি তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ এই পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন দীনেশ খাড়া৷ তিনিও আশা প্রকাশ করেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বাজারে প্রচুর অনুৎপাদনশীল ঋণ থাকলেও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জন্যই বেসরকারি বিনিয়োগকারীরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কিনতে আগ্রহী হবেন৷