#নয়াদিল্লি: প্রতিদিন যেন ব্যাঙ্কিং ফ্রডের মামলা লাগাতার বেড়েই চলেছে ৷ সাইবার ফ্রডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন নতুন পদ্ধতি নিয়ে আসছে মানুষকে ঠকানোর জন্য ৷ এই বিষয়ে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের সতর্ক করেছে ৷ আপনারও যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সাবধান হয়ে যান ৷ ব্যাঙ্কের তরফে ট্যুইট করে অ্যালার্ট জারি করা হয়েছে ৷ পাশাপাশি গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে কোটি কোটি গ্রাহকদের স্টেট ব্যাঙ্কের নাম করে জাল ই-মেল পাঠানো হচ্ছে ৷ এই মেলের সঙ্গে স্টেট ব্যাঙ্কের কোনও যোগ নেই ৷ তাই ভুলেও এই মেল খুলবেন না ৷ সোশ্যাল মিডিয়াতেও মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের ফেক খবর ছড়িয়ে পড়ে ৷ সব সময়ে সতর্ক থাকতে হবে ৷ জালিয়াতরা বিভিন্ন ভাবে আপনাদের এই জালে ফেলার চেষ্টা চালাচ্ছে ৷ আপনার অসাবধনতাই করা একটা সামান্য ভুলের জন্য খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷
স্টেট ব্যাঙ্কের নামে চলা জাল ওয়েবসাইট সম্পর্কেও সতর্ক করা হয়েছে গ্রাহকদের ৷ এছাড়া স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের মেসেজ সেই সমস্ত ওয়েবসাইট এড়িয়ে চলার কথা বলা হয়েছে যেখানে আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ও পাসওয়ার্ড আপডেট করতে বলা হয়েছে ৷ ব্যাঙ্কের অফিশিয়াল পোর্টাল থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
ফ্রডের বিষয়ে অভিযোগ জানাতে হলে নিজের রাজ্যের নাম, লগইন আইডি, মোবাইল নম্বর ও ওটিপি দিতে হবে ৷ আপনি নতুন ইউজার হলে আপনাকে সবচেয়ে প্রথমে এই পোর্টালে নিজেকে রেজিস্টার করাতে হবে ৷ নতুন ব্যবহারকারী হিসেবে রেজিস্টার করার জন্য আপনার ফোন নম্বর দিতে হবে ৷ এরপর মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ৷ ওটিপি দিতেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে ৷ এরপর থেকে আপনি সহজেই অভিযোগ জমা দিতে পারবেন ৷
বারবার করে গ্রাহকদের তাদের নিজেরে পার্সোনাল তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এটিএম পিন, কার্ড নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও ওটিপি কখনও ভুলেও শেয়ার করবেন না ৷