#নয়াদিল্লি: ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের নিয়মে আমুল বদল আসতে চলেছে আগামী ২ জুলাই থেকে। ওই দিন থেকে গাড়ি শেখার পর লার্নার লাইসেন্স পেতে আর আরটিওতে যেতে হবে না বরং অনলাইনেই সংগ্রহ করা যাবে লার্নার ড্রাইভিং লাইসেন্স। চাইলে পরে সেই ডিজিটাল লাইসেন্স প্রিন্ট করে নেওয়া যেতে পারে। এই সুবিধা দিতে সড়ক পরিবহন মন্ত্রক সরথি সফটওয়্যারটিতে পরিবর্তন এনেছে।
এখন থেকে এই লাইসেন্স অনলাইনে পেতে প্রথমেই রাজ্য পরিবহণ বিভাগের ওয়েবসাইটে যেতে হবে অথবা http://parivahan.gob.in এগিয়েও আবেদন করা যেতে পারে। ড্রাইভিং লাইসেন্স পেতে আধার লিঙ্ক করানোর জরুরি যার দ্বারা এই আবেদন যাচাই করা হবে।এরপর টাকা জমা দেওয়ার পালা। কিছুদিন বাদেই মেইলে আপনার লাইসেন্স চলে আসবে।
লার্নিং লাইসেন্সের জন্য অনলাইনে একটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই লার্নিং লাইসেন্স মেইল করা হবে। ই-মেইলে আসা লাইসেন্স কপিটি ডাউনলোড করে রাখলেই কাজ চালানো যাবে।
প্রাথমিক ভাবে এই পরিষেবা শুরু হবে উত্তরপ্রদেশের সমস্ত জেলায়। ক্রমে দেশের অন্যান্য রাজ্যেও এই পরিষেবাটি চালু হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Driving license