#মুম্বই: ৩০ অক্টোবর মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেপ্টেম্বর ত্রৈমাসিকে RIL Q2 Results জারি করেছে ৷ টেলিকম ও রিটেল ব্যবসার হাত ধরে সংস্থা বেশ লাভবান হয়েছে ৷ সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থার কন্সোলিডেটেড প্রোফিট ৯৫৬৭ কোটি টাকা হয়েছে ৷
এর আগে জুন ত্রৈমাসিকে সংস্থার অ্যাডজাস্টেড প্রোভিট ৮৩৮০ কোটি টাকা ছিল ৷ জুনের সংস্থার প্রোভিট ছিল ১৩২৪৮ কোটি টাকা ৷ এর মধ্যে ৪৯৬৬ কোটি টাকা অন্য আয়ও সামিল রয়েছে ৷ সংস্থা এই টাকা রিলায়েন্স-BP মোবিলিটিতে BP-র অংশীদারিত্ব বিক্রি করে পেয়েছে ৷
সেপ্টেম্বর মাসে সংস্থার আয় ১,১৬,১৯৫ কোটি টাকা হয়েছে ৷ অথচ এক বছর আগে এই ত্রৈমাসিকে সংস্থার আয় ছিল ১৫৩৩৮৪ কোটি টাকা ৷ অর্থাৎ গত বছরের তুলনায় এবছর সংস্থার আয় প্রায় ২৪ শতাংশ পড়ে গিয়েছে ৷ RIL Jio এর সেপ্টেম্বর ত্রৈমাসিকের পারফরম্যান্স রেজাল্টও এদিন এসেছে ৷ আর্থিক বছর ২০২০-২১-এর দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থার নেট প্রোফিট ২৮৪৪ কোটি টাকা হয়েছে ৷ গত বছর এই ত্রৈমাসিকে রিলায়েন্স জিও-র নেট প্রোফিট ছিল ৯৯৮ কোটি টাকা ৷
সেপ্টেম্বর ত্রৈমাসিকে রিলায়েন্স জিও-র নেট প্রোফিট ১২.৯ শতাংশ বেড়ে ২৮৪৪ কোটি টাকা হয়েছে ৷ আগের ত্রৈমাসিকে সংস্থার নেট প্রোফিট ছিল ২৫২০ কোটি টাকা ৷ ত্রৈমাসিক হিসেবে সংস্থার আয় বেড়েছে ৫.৬ শতাংশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।