#মুম্বই: ইদের জন্য শেয়ার বাজার বন্ধ থাকলেও সকলের নজর RIL এর AGM এ ৷ সোমবার RIL AGM 2019 এ GigaFiber এর কর্মাশিয়াল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর পাশাপাশি বাজারে Jio 3 Phone নিয়ে আসতে পারে রিলায়েন্স সংস্থা ৷ এছাড়া রিটেল অনলাইন ব্যবসা নিয়েও বিস্তারিত বক্তব্য রাখতে পারেন মুকেশ আম্বানি ৷ BP-RIL পেট্রোল পাম্প নিয়েও বলতে পারেন ৷ EV চার্জিং স্টেশন নিয়ে BP-RIL এর পরিকল্পনা রয়েছে সেই বিষয়েও বিস্তারিত জানাতে পারেন ৷