হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
বন্ধ হয়ে যাওয়া পোস্ট অফিসের পলিসি কী ভাবে ফের চালু করবেন? দেখে নিন

বন্ধ হয়ে যাওয়া পোস্ট অফিসের পলিসি কী ভাবে ফের চালু করবেন? দেখে নিন

সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই) এই স্কিমে সুদের হার ৭.৬%। এখানে মেয়ের অভিভাবককে ১৪ বছর বয়স পর্যন্ত টাকা রাখতে হয়। মেয়ের ২১ বছর বয়স হওয়ার পর স্কিম ম্যাচিওর করে। ন্যূনতম ২৫০ টাকা দিয়ে স্কিম খোলা যায়। এখানে টাকা রাখলেও আয়করে ছাড় পাওয়ার সুবিধা থাকে। এক অর্থবর্ষে ন্যূনতম এক হাজার টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই) এই স্কিমে সুদের হার ৭.৬%। এখানে মেয়ের অভিভাবককে ১৪ বছর বয়স পর্যন্ত টাকা রাখতে হয়। মেয়ের ২১ বছর বয়স হওয়ার পর স্কিম ম্যাচিওর করে। ন্যূনতম ২৫০ টাকা দিয়ে স্কিম খোলা যায়। এখানে টাকা রাখলেও আয়করে ছাড় পাওয়ার সুবিধা থাকে। এক অর্থবর্ষে ন্যূনতম এক হাজার টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে।

গত সপ্তাহে করা ট্যুইটে জানানো হয়েছে যে পলিসি ফের চালু করা সুযোগ রয়েছে ৷ তবে তা ৩১ অগাস্টের মধ্যে করে ফেলতে হবে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: পোস্ট অফিসে কোনও বিমান পলিসি নিয়ে থাকলে এবং গত ৫ বছরে সেটি ল্যাপ্স হয়ে গিয়ে থাকলে আপনার কাছে রয়েছে সুবর্ণ সুযোগ ৷ পোস্ট ডিপার্টমেন্ট ডাক জীবন বিমা (PLI - Postal Life Insurance) ও গ্রামীণ ডাক জীবন বিমা (RPLI - Rural Postal Life Insurance ) ফের একবার চালু করার সুযোগ দিচ্ছে ৷ ট্যুইটে করে এই বিষয়ে জানিয়েছে ইন্ডিয়া পোস্ট ৷ গত সপ্তাহে করা ট্যুইটে জানানো হয়েছে যে পলিসি ফের চালু করা সুযোগ রয়েছে ৷ তবে তা ৩১ অগাস্টের মধ্যে করে ফেলতে হবে ৷ অর্থাৎ মাত্র দেড় মাসের জন্য এই সুবিধা মিলবে ৷

ইন্ডিয়া পোস্টের ডাক জীবন বিমার সুবিধা সমস্ত সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন ৷ অক্টোবর ২০১৭ থেকে সমস্ত সেক্টরের কর্মীদের জন্য এই সুবিধা প্রদান করা হচ্ছে ৷ গ্রামীণ ডাক জীবন বিমার সুবিধা গ্রামের মানুষরা পেয়ে থাকেন ৷

পলিসি ফের চালু করার জন্য নিকটবর্তী ডাকঘরে যোগাযোগ করতে হবে ৷ পলিসি হোল্ডারকে লিখিত আবেদন পত্র জমা দিতে হবে ৷ ডাক বিভাগের তরফে একটি নম্বরও 1800 180 5232 চালু করা হয়েছে ৷ এই নম্বরে যোগাযোগ করেও পলিসি ফের চালু করা যেতে পারে ৷

পাশাপাশি দেশজুড়ে লকডাউন চলার জেরে ডাক জীবন বিমা (PLI - Postal Life Insurance) ও গ্রামীণ ডাক জীবন বিমার (RPLI - Rural Postal Life Insurance ) প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে ৷

শুধু তাই নয়, পোস্ট অফিস এখন গ্রাহকদের অনলাইনে একাধিক সুবিধা দিয়ে থাকে ৷ ডাক বিভাগের সমস্ত রকমের পরিষেবার জন্য বাড়িতে বসে আবেদন করতে পারেন ৷ এর জন্য বিভাগের মোবাইল অ্যাপ Postinfo Mobile App বা পোস্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে যে পরিষেবা চান তার জন্য আবেদন করতে হবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Lapsed Policy, Post office, Post Office Policy