#নয়াদিল্লি: পোস্ট অফিসে কোনও বিমান পলিসি নিয়ে থাকলে এবং গত ৫ বছরে সেটি ল্যাপ্স হয়ে গিয়ে থাকলে আপনার কাছে রয়েছে সুবর্ণ সুযোগ ৷ পোস্ট ডিপার্টমেন্ট ডাক জীবন বিমা (PLI - Postal Life Insurance) ও গ্রামীণ ডাক জীবন বিমা (RPLI - Rural Postal Life Insurance ) ফের একবার চালু করার সুযোগ দিচ্ছে ৷ ট্যুইটে করে এই বিষয়ে জানিয়েছে ইন্ডিয়া পোস্ট ৷ গত সপ্তাহে করা ট্যুইটে জানানো হয়েছে যে পলিসি ফের চালু করা সুযোগ রয়েছে ৷ তবে তা ৩১ অগাস্টের মধ্যে করে ফেলতে হবে ৷ অর্থাৎ মাত্র দেড় মাসের জন্য এই সুবিধা মিলবে ৷
পলিসি ফের চালু করার জন্য নিকটবর্তী ডাকঘরে যোগাযোগ করতে হবে ৷ পলিসি হোল্ডারকে লিখিত আবেদন পত্র জমা দিতে হবে ৷ ডাক বিভাগের তরফে একটি নম্বরও 1800 180 5232 চালু করা হয়েছে ৷ এই নম্বরে যোগাযোগ করেও পলিসি ফের চালু করা যেতে পারে ৷
পাশাপাশি দেশজুড়ে লকডাউন চলার জেরে ডাক জীবন বিমা (PLI - Postal Life Insurance) ও গ্রামীণ ডাক জীবন বিমার (RPLI - Rural Postal Life Insurance ) প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে ৷
শুধু তাই নয়, পোস্ট অফিস এখন গ্রাহকদের অনলাইনে একাধিক সুবিধা দিয়ে থাকে ৷ ডাক বিভাগের সমস্ত রকমের পরিষেবার জন্য বাড়িতে বসে আবেদন করতে পারেন ৷ এর জন্য বিভাগের মোবাইল অ্যাপ Postinfo Mobile App বা পোস্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে যে পরিষেবা চান তার জন্য আবেদন করতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।