#নয়াদিল্লি: আর কয়েকদিনের মধ্যে বাজারে আসতে চলেছে ২,০০০ টাকার নোট ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব শিগগিড়ি নিয়ে আসতে চলেছে নতুন নোটটি ৷ এর মানে ৫০, ১০০,৫০০ ও ১,০০০ টাকার পাশাপাশি আপনার হাতে আসতে চলেছে ২,০০০ টাকার নোট ৷ এই নোটটি ছাপানো অনেক আগেই হয়ে গিয়েছে ৷
সূত্রের খবর, এর আগে ১০,০০০ টাকার নোট জারি করে RBI ৷ প্রথমবার ১৯৩৮ সালে ও দ্বিতীয়বার ১৯৫৪ সালে। কিন্তু, সেই পরিকল্পনা সফল হয়নি। তবে বিশেষজ্ঞদের মধ্যে, বড় অঙ্কের নোট ছাপানো উচিৎ নয় সরকারের ৷ এতে জাল নোট হওয়ার সম্ভাবনা থাকে বেশি ৷
বিশেষজ্ঞদের মধ্যে ইতিমধ্যেই বাজারে ৫০০, ১,০০০ টাকার জাল ছেয়ে গিয়েছে ৷ কিছুদিন পর ২,০০০ টাকার নোটও জাল বেরোতে পারে ৷
সূত্রের খবর, মাইসুরু কারেন্সি প্রিন্টিং প্রেসে এই নোটগুলি ইতিমধ্যেই ছাপা হয়ে গিয়েছে ৷ তবে ভারতীয় সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে এই বিষয়ে এখনও কিছু জানায়নি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, RBI to issue two thousand rupees notes, Reserve Bank of India, Two Thousand Rupees Notes