#নয়াদিল্লি: প্রতিদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে ৷ আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে সকলের ৷ করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে এক মাত্র অস্ত্র হচ্ছে টিকাকরণ ৷ তবে এরই মাঝে ইতালির বিজ্ঞানিরা করোনা হওয়ার পর শরীরে থাকা অ্যান্টিবডি নিয়ে বড় তথ্য প্রকাশ করেছেন ৷ বিজ্ঞানিরা জানিয়েছেন, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ৮ মাস পর্যন্ত শরীরে অ্যান্টিবডি থাকে ৷
করোনা রোগীদের উপর লাগাতার নজর রেখে চলেছেন রিসার্চরা ৷ তাঁরা জানিয়েছেন, শরীরে অ্যান্টিবডি থাকায় ফের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে ৷ মিলানের স্যান র্যাফেল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, করোনা রোগীদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা রোগীর বয়স, অন্য কোনও রোগে আক্রান্ত হলেও রক্তে থেকে যায় ৷ ফলে এই সময় অন্য কোনও ভাইরাসে আক্রান্ত হওয়ায় সম্ভাবনাও অনেকটাই কম ৷
ইতালির ISS ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের সঙ্গে মিলে কাজ করছেন যে বিজ্ঞানিরা এই স্টাডির জন্য করোনা ভাইরাসের লক্ষণ রয়েছেন এরকম ১৬২ রোগীর উপর রিসার্চ করে ৷ এঁরা সকলে গত বছর আসা করোনা ডেউয়ে আক্রান্ত হয়েছিলেন ৷ এঁদের ব্লাড স্যাম্পেল প্রথমে গত বছর পয়লা মার্চ ও এপ্রিলে নেওয়া হয় ৷ এরপর ফের যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তাঁদের ব্লাড স্যাম্পেল নভেম্বর মাসে নেওয়া হয় ৷ রিসার্চে দেখা গিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার ৮ মাস পরেও শরীরে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।