#নয়াদিল্লি: দেশে যাত্রী বিমান চলাচলে বেশি কিছু নিয়মের বদল এবার করতে চলেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ৷ এর ফলে বিমান বাতিলের ফি থেকে শুরু করে কানেকটিং ফ্লাইট মিস, সবকিছুতেই নিয়ম শিথীল হতে চলেছে বলে খবর ৷ এর পাশাপাশি দেশের মধ্যে বিমান চলাচলে এবার ওয়াই ফাই পরিষেবাও চালু হতে চলেছে ৷ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে মঙ্গলবার যে প্রথম ড্রাফ্ট প্রকাশ করা হয়েছে, তার মধ্যেই এই প্রস্তাবগুলিই দেওয়া হয়েছে ৷ এবার শুধু ক্যাবিনেটে বিষয়টি পাশ হওয়ার অপেক্ষা ৷ তারপরেই বিমান চলাচলে বেশ কিছু নিয়ম শিথীল হতে চলেছে ৷ যা যাত্রীদের জন্য অবশ্যই স্বস্তির খবর ৷
বিমান বাতিল
বিমান ওড়ার দু’সপ্তাহ আগের থেকে ২৪ ঘণ্টা আগে পর্যন্ত বিমান বাতিল করা হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে ওই যাত্রীর জন্য বিকল্প কোনও বিমানের ব্যবস্থা করে দিতে হবে বা তাঁর টিকিটের টাকার গোটাটাই রিফান্ড করা হবে ৷
বিমান ছাড়তে দেরি
ওড়ার ২৪ ঘণ্টা আগে বিমান ছাড়তে দেরি হওয়ার ঘোষণা বা কোনও বিমান ছাড়তে চার ঘণ্টারও বেশি দেরি হলে যাত্রীকে টিকিটের পুরো টাকাটাই ফেরত দিতে হবে এয়ারলাইন্স সংস্থাকে ৷
কানেকটিং ফ্লাইট মিস হলে ক্ষতিপূরণ
তিন ঘণ্টারও বেশি সময় বিমান ছাড়তে দেরি হওয়ার জন্য কোনও যাত্রী যদি কানেকটিং ফ্লাইট মিস করেন তাহলে তাঁকে ক্ষতিপূরণ বাবদ ৫০০০ টাকা দিতে হবে ৷ ৪-১২ ঘণ্টা এবং ১২ ঘণ্টারও বেশি সময় বিমান ছাড়তে দেরি হওয়ার জন্য কানেকটিং ফ্লাইট কেউ মিস করলে যাত্রীকে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে ৷টিকিটের টাকা ফেরত
টিকিট বুকিংয়ের পর ২৪ ঘণ্টার মধ্যে কেউ টিকিট বাতিল করতে চাইলে যাত্রীকে পুরো টাকা ফেরত দিতে হবে ৷ এর জন্য কোনওপ্রকার ক্যানসেলেশন চার্জ নেওয়া যাবে না ৷
ক্যানসেলেশন চার্জগুলি টিকিটের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করতে হবে
বিমানের ভিতর ওয়াই-ফাই চালু
প্লেন টেক অফের পর মোবাইল বা অন্যান্য ডিভাইসগুলি ফ্লাইট মোডে করে দেওয়ার পর ওয়াই ফাই ব্যবহার করতে পারবেন যাত্রীরা ৷ ৩০০০ মিটারের উপর দিয়ে বিমান ওড়ার সময় মোবাইল ব্যবহারের অনুমতি পাবেন যাত্রীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cancellation Charge, Jayant Sinha, Ministry of Civil Aviation, Wi-Fi Onboard