#মুম্বই: খুচরো ও পাইকারি ব্যবসায় ফের বড় চমক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries Ltd)। শনিবার রিলায়েন্সের তরফে কিশোর বিয়ানির সংস্থা ফিউচার গ্রুপ (Future Group) অধিগ্রহণের কথা জানিয়ে দেওয়া হল। ২৪ হাজার ৭১৩ কোটি টাকায় এই সংস্থা অধিগ্রহণ করছে রিলায়েন্স, জানানো হয়েছে সংস্থার বিবৃতিতে। বাণিজ্যমহল মনে করছে এই পদক্ষেপ জেফ বেওজের সংস্থা আমাজনের সঙ্গে লড়াইয়ে রিলায়েন্সকে অনেকটা এগিয়ে দিল।
এ দিন সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আওতাধীন সংস্থা রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স (Reliance Retail Ventures Ltd) ফিউচার গ্রুপের খুচরো, পাইকারি, লজিস্টিক্স ও ওয়ারহাউজের ব্যবসা অধিগ্রহণ করতে চলেছে। এর জন্য সংস্থার এককালীন খরচ হচ্ছে ২৪ হাজার ৭১৩ কোটি টাকা।
এই ক্রয়ের মাধ্যমে দেশের ৪২০ টি শহরে এফবিবি, বিগবাজারের ফুডহল ফরম্যাটের মতো ১৮০০টি স্টোরে ক্ষমতায়ন হচ্ছে রিলায়েন্সের।
রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডে সংস্থার কর্ণধার ইশা আম্বানি এদিন বলেন, "এই অধিগ্রহণের মাধ্যমে আমরা ফিউচার গ্রুপের মতো নামী ব্র্যান্ডকে ঘর দিচ্ছি। একই সঙ্গে ফিউচার গ্রুপ তাদের নিজস্ব ব্যবসায়িক পরিকাঠামো চালু রাখতে রাখতে পারবে। আমরা মনে করি আমাদের এই সক্রিয় যৌথতা বিকাশের পথকে আরও প্রসারিত করবে। যাতে আমরা আমাদের ছোট পুঁজির ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী সকলকেই সঙ্গে নিয়ে এগোতে পারি। আমরা দেশের গ্রাহকদের মূল্য দিতে বদ্ধপরিকর।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Future Group, Reliance Industries