হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সৌরবিদ্যুৎ সঞ্চয়ে নতুন দিশা,আমেরিকার সংস্থায় ৫০ মিলিয়ন ডলার লগ্নি করছে Reliance

Reliance | Ambri Inc: সৌরবিদ্যুৎ সঞ্চয়ে নতুন দিশা, আমেরিকার সংস্থায় ৫০ মিলিয়ন ডলার লগ্নি করছে রিলায়েন্স !

File Photo

File Photo

Reliance New Energy Solar to invest $50 million in Ambri Inc: রিলায়েন্স একাই বিনিয়োগ করছে ৫০ মিলিয়ন ডলার, যাতে সংস্থার ৪২.৩ মিলিয়ন শেয়ার তাদের কাছে থাকে।

  • Share this:

#মুম্বই: সৌরবিদ্যুতের সঞ্চয় এবং সেই লক্ষ্যে উন্নত প্রযুক্তির ব্যাটারি তৈরির বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই কাজ করে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited) শাখাসংস্থা রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড (Reliance New Energy Solar Limited)। এবার সেই লক্ষ্যেই বিশ্বের অন্যতম বৃহত্তম এনার্জি স্টোরেজ সংস্থা, ইউনাইটেড স্টেটসের ম্যাসাচুসেটসের অ্যাম্বরি আইএনসি-তে (Ambri Inc) লগ্নি করতে চলেছেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তবে আম্বানি একা নন, এই কাজে তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন বিল গেটস (Bill Gates), রয়েছে পলসন অ্যান্ড কো. আইএনসি-র (Paulson and Co. Inc) মতো সুপরিচিত বিনিয়োগকারী সংস্থাও। তবে অ্যাম্বরি আইএনসি সাফ জানিয়ে দিয়েছে যে আম্বানির মতো বৃহত্তর অঙ্কের লগ্নি কেউই করছেন না, রিলায়েন্স একাই বিনিয়োগ করছে ৫০ মিলিয়ন ডলার, যাতে সংস্থার ৪২.৩ মিলিয়ন শেয়ার তাদের কাছে থাকে।

জানা গিয়েছে যে Ambri Inc-র সঙ্গে হাত মিলিয়ে তাদের ধীরুভাই আম্বানি গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্স (Dhirubhai Ambani Green Energy Giga Complex) প্রজেক্টের দ্রুত বাস্তবায়নের পথে এগোতে চাইছে রিলায়েন্স। বস্তুত চলতি বছরের জুন মাসেই জামনগরে একটি গিগা ফ্যাক্টরি স্থাপনের কথা ঘোষণা করা হয়েছিল রিলায়েন্সের তরফে। যাতে ২৪ ঘণ্টার ব্যস্ততম কাজের প্রেক্ষাপটেও সৌরবিদ্যুতের জোগান নিরবচ্ছিন্ন রাখা যায়, সেই লক্ষ্যে উন্নত প্রযুক্তির ব্যাটারি কন্টেনার তৈরি করার উদ্দেশ্য নিয়ে একসঙ্গে কাজ করছে অ্যাম্বরি আইএনসি এবং রিলায়েন্স। এই প্রযুক্তিতে আগের মতো লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হবে না, তার পরিবর্ত হিসাবে আসবে ক্যালসিয়াম এবং অ্যান্টিমনি ইলেকট্রোড-নির্ভর ব্যাটারি সেল, যা সংরক্ষণের জন্য শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের প্রয়োজন হবে না, একই সঙ্গে ন্যূনতম ২০ বছর কোনও মেরামতির মধ্যে দিয়েও যেতে হবে না। যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে অ্যাম্বরি আইএনসি এবং রিলায়েন্সের এই যৌথ উদ্যোগের হাত ধরে দেশের বৃহত্তম শিল্পে ২০২৩ সাল থেকেই সৌরবিদ্যুতের ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জোগান দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Reliance Industries