#মুম্বই: সোডিয়াম আয়ন সেল উৎপাদনকারী সংস্থা ফারাডিয়ন লিমিটেডকে অধিগ্রহণ করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগী সংস্থা রিলায়েন্স নিউ এনার্জি সোলার লিমিটেড (RNESL)৷ একশো মিলিয়ন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় দশ বিলিয়ন টাকায় এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে রিলায়েন্সের তরফে আজই ঘোষণা করা হয়েছে৷ সংস্থার একশো শতাংশ অংশীদারিত্বই অধিগ্রহণ করবে রিলায়েন্স নিউ সোলার (RNESL Acquires Faradion Limited)৷
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে আগামী তিন বছরে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা আগেই জানিয়েছিলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানী৷ ২০৩৫ সালের মধ্যে সংস্থার কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মুকেশ আম্বানী৷
আরও পড়ুন: শেল গ্যাসের ব্যবসায় আধিপত্য; রিলায়েন্সের নতুন চুক্তি আমেরিকার সংস্থার সঙ্গে !
ফারাডিয়ন লিমিটেড বিশ্বের সর্ববৃহৎ সোডিয়াম- আয়ন ব্যাটারি উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম৷ গোটা বিশ্বে গাড়ি, মোবাইল, স্টোরেজের জন্য সোডিয়াম- আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়৷ রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, নতুন অধিগৃহীত সংস্থার ব্যবসা বৃদ্ধিতে আরও ২৫ মিলিয়ন পাউন্ড খরচ করা হবে৷
ভারতে দ্রুত ইলেক্ট্রিক যানবাহন ব্যবহারের প্রবণতা বাড়ছে৷ বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইলের বাজারও রয়েছে ভারতে৷ ফলে নতুন প্রযুক্তির ব্যাটারি অদূর ভবিষ্যতে ভারতীয় বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে৷ সোডিয়াম- আয়ন ব্যাটারির ব্যাপক চাহিদাও বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা৷ কারণ ভবিষ্যতে লিথিয়াম আয়ন বা অ্যাসিড ব্যাটারির বিকল্প হয়ে উঠে চলেছে সোডিয়াম আয়ন ব্যাটারি৷ এই পরিস্থিতিতে রিলায়েন্সের এই পদক্ষেপ খুবই সময়োচিত বলেই মনে করা হচ্ছে৷
আরও পড়ুন: ৭৭১ মিলিয়ন ডলারের চুক্তি, সৌরশক্তি উৎপাদনে চিনের শক্তি এখন রিলায়েন্সের হাতে
এই অধিগ্রহণ নিয়ে বলতে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানী বলেন, 'নতুন শক্তি উৎপাদনের ক্ষেত্রে এবং ব্যাটারি উৎপাদন প্রযুক্তিতে ভারতকে অগ্রণী স্থানে নিয়ে আসার জন্য আমাদের যে উচ্চাশা রয়েছে, এই পদক্ষেপ সেই লক্ষ্যে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে৷ ফারাডিয়ন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এনার্জি স্টোরেজ এবং ব্যাটারি উৎপাদন করে যা নিরাপদ, উচ্চমানের এবং তুলনামূলক ভাবে সস্তাও৷'
মুকেশ আম্বানী আরও বলেন, ফারাডিয়ন যে সোডিয়াম- আয়ন প্রযুক্তির ব্যাটারি উৎপাদন করে তা ভারতে দ্রুত হারে বাড়তে থাকা পুনর্নবীকরণ যোগ্য জ্বালানি এবং ইলেক্ট্রিক গাড়ির চার্জিংয়ের ক্ষেত্রে খুবই উপযোগী হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mukesh Ambani, Reliance