#মুম্বই: ইস্যু বন্ধ হতে এখনও দুদিন বাকি৷ তার আগেই সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর মেগা রাইটস ইস্যু ১.১ গুণ ওভারসাবস্ক্রাইবড হল৷ ৫৩ হাজার ১২৪ কোটি টাকার রাইটস ইস্যুতে অভূতপূর্ব সাড়া পেল মুকেশ আম্বানির সংস্থা৷ দেশের সবচেয়ে বড় তহবিল সংগ্রহের উদ্যোগ ১.১ গুণ ওভার সাস্ক্রাইবড হল৷
এ দিন বিকেল ৫টা পর্যন্ত শেয়ার বাজারের ইস্যু সাবস্ক্রিপশন ডেটা বলছে, রিলায়েন্স রাইটস শেয়ারের জন্য মোট দর উঠেছে ৪৬.০৪ কোটি টাকা৷ এই ভাবে ওভার সাবস্ক্রিপশন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, শেয়ারহোল্ডাররা তাঁদের নির্দিষ্ট শেয়ার সংখ্যার চেয়ে বেশি শেয়ারের জন্য আবেদন করছেন৷
বম্বে স্টক এক্সচেঞ্জে ৪৪.৮৫ কোটি টাকার আবেদন জমা পড়েছে৷ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ০.৫৭ কোটি টাকার আবেদন জমা পড়েছে৷ মনে রাখতে হবে, রিলায়েন্সের রাইটস ইস্যু কিন্তু এখনও দু দিন বাকি আছে৷ অর্থাত্ ফাইনাল সাবস্ক্রিপশন নম্বরটা আরও অনেকটাই বেশি হবে৷
রিলায়েন্সের শেয়ারহোল্ডারের সংখ্যা বিপুল৷ রিটেল-এ শেয়ারহোল্ডার ২৫.৪ লক্ষ, ১ হাজার ৭০০-রও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (ঘরোয়া ও বিদেশি মিলিয়ে)৷ এত সাবস্ক্রিপশনের অর্থই হল, রিলায়েন্সের উপর ব্যাপক আস্থা রয়েছে শেয়ারহোল্ডারদের৷ করোনা সঙ্কটের মধ্যেও রিলায়েন্সের উপর আস্থা রয়েছে তাঁদের৷
গত ৩০ দশকের মধ্যে এই প্রথমবার রিলায়েন্সের রাইটস ইস্যু হচ্ছে৷ যা বন্ধ হবে ২০২০ সালের ৩ জুন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reliance Industries Limited, RIL Rights Issue, RIL share