Home /News /business /

মাত্র ১,৯৯৯ টাকায় মিলবে JioFi 4G

মাত্র ১,৯৯৯ টাকায় মিলবে JioFi 4G

পোর্টেবল JioFi 4G ডিভাইস লঞ্চ করল রিল্যায়েন্স ৷ এই ডিভাইসটির প্রথম ছবি প্রকাশ হয় ট্যুইটারে ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই রিল্যায়েন্স জিও নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ বাজারে জিও-র চাহিদা এতটাই বেড়ে যায় যে লম্বা লাইন দিয়েও রিল্যায়েন্স স্টোরে জিও সিম ও Wi-Fi হটস্পট পাওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছে ৷ জিও 4G পরিষেবা চালু করার পর বাজারে শোরগোল ফেলে দিয়েছিল রিল্যায়েন্স ৷ এবার এবার জিওফাই হটস্পট পরিষেবা নিয়ে এল তারা।  পোর্টেবল JioFi 4G ডিভাইস লঞ্চ করল রিল্যায়েন্স ৷

  jiofi-new-759

  এই ডিভাইসটির প্রথম ছবি প্রকাশ হয় ট্যুইটারে ৷ ছবিটি রাঘবেন্দ্র নামে একজন গ্রাহক পোস্ট করেছিলেন ৷ JioFi 2-এর থেকে সাইজে নতুন ডিভাইসটি বেশ অনেকটাই বড় ৷ এবং এরমধ্যে রয়েছে OLED ডিসপ্লে ৷ ডিভাইসটির দাম মাত্র ১,৯৯৯ টাকা ৷

  JioFi 2 থেকে অনেকটাই উন্নত নতুন এই ডিভাইসটি ৷ অত্যাধুনিক OLED ডিসপ্লে থাকায় ওয়াইফাই স্ট্যাটাস, সিম কার্ড স্ট্যাটাস, ব্যাটারি স্ট্যাটাস, এমনকি অন/অফ স্ট্যাটাস দেখা যাবে ৷ এতে থাকবে ২,৬০০mAh ব্যাটারি ব্যাকআপ ৷ একবার পুরো চার্জ করলে পাঁচ ঘণ্টা পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে ৷ এক সঙ্গে WiFi থাকা ১০টি ডিভাইস কানেক্ট করা যাবে JioFi -তে ৷ জিও ব্যবহারকারীরা নিজেদের মধ্যে ওয়াইফাই হটস্পট তৈরি করতে পারবেন ৷

  পড়ুন

  বাজারে এল জিওফাই, একই সিমে ৫ ডিভাইসে ইন্টারনেট !

  পাশাপাশি রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট, যাতে ৩২ জিবি অবধি কার্ড ব্যবহার করা যেতে পারবে ৷

  তবে আপাতত কয়েকটি নির্দিষ্ট শহরেই পাওয়া যাবে JioFi 4G ৷ ডিসেম্বর ৩১ তারিখ পর্যন্ত পাওয়া যাবে ফ্রি ওয়েসকাম অফার ৷ এই সময় সীমার পর তারা রিল্যায়েন্সের ডেটা প্ল্যান ব্যবহার করতে পারবেন ৷

  সঠিক পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র ও ছবি নিয়ে রিল্যায়েন্স স্টোর, রিল্যায়েন্স ডিজিটাল, ডিজিটাল এক্সপ্রেস মিনি স্টোরে চলে গেলেই খুব সহজেই পেয়ে যাবেন জিওফাই ৷

  First published:

  Tags: Bengali News, ETV News Bangla, JioFi 4G device, JioFi 4G device with OLED displa, Reliance Jio

  পরবর্তী খবর