#মুম্বই: নতুন বছরের শুরুতেই ধমাকা ৷ জিও গ্রাহকদের জন্য খুশির খবর ৷ ২০২১-এর পয়লা জানুয়ারি থেকে ডোমেস্টিক ভয়েস কলে আর লাগবে না কোনও চার্জ ৷ interconnect usage charges (IUC) চার্জ তুলে নিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা ৷ অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকেই দেশের মধ্যে যেকোন স্থানে যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে কল করতে পারবেন জিও গ্রাহকেরা ৷
বছরের শেষ দিন সংস্থার তরফে জানানো হয়েছে, ‘IUC চার্জ শেষ ৷ প্রতিশ্রুতি মতোই পয়লা জানুয়ারি ২০২১ থেকে ডোমেস্টিক ভয়েস কলের জন্য জিরো চার্জ লাগবে ৷ ফের আরও একবার অফনেট সমস্ত ডোমেস্টিক ভয়েস কল বিনামূল্যেই করতে পারবেন জিও গ্রাহকেরা ৷’
অননেট ডোমেস্টিক ভয়েস কলে বরাবরই কোনও চার্জ নিত না জিও ৷ তবে সেপ্টেম্বর ২০১৯-এ TRAI-এর এক নির্দেশের পর ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে IUC চার্জ বসায় জিও ৷ এর ফলে গত একবছর জিও গ্রাহকদের অন্য নেটওয়ার্কে ফোন করার জন্য একটা ন্যূনতম চার্জ দিতে হত ৷ IUC চার্জ চালু করার সময়ই রিলায়েন্স জিও তাঁর গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়েছিল TRAI-এর তরফে এই শুল্ক তুলে নেওয়া হলে তারাও আর কোনও চার্জ নেবে না ৷ সেই প্রতিশ্রুতি মতোই সংস্থার ঘোষণা, আগামিকাল থেকে ফের দেশের মধ্যে জিও সহ যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে কল করতে পারবেন গ্রাহকেরা ৷ ২০২০ সালের শেষ দিন নতুন বছরের জন্য উপহার রিলায়েন্স জিও-এর ৷
অন্যদিকে, দেশে 5G পরিষেবা দিতে রিলায়েন্স জিও-র প্রস্তুতি প্রায় পর্যায়ে। 5G-র হাত ধরে নেট পরিষেবা কতটা উন্নত হবে? ডেটা ডাউনলোডের স্পিড কতটা বাড়বে? বিভিন্ন পর্যায়ে সেটাই খতিয়ে দেখার কাজ চলছে। রিলায়েন্স জিও-র দাবি,5G পরিকাঠামোয় ১ জিবিপিএসের বেশি গতিতে ডেটা ডাউনলোড করা যাচ্ছে। এত উচ্চগতির নেট পরিষেবা সব অর্থেই এক মাইলস্টোন ৷দুনিয়ায় হাতে গোনা কয়েকটি দেশই ৫জি পরিকাঠামো তৈরি করে ডেটা ডাউনলোড স্পিড পরীক্ষা করে দেখার সুযোগ পেয়েছে। জিও-র হাত ধরে সেই তালিকায় উঠে এল ভারত। 5G নিয়ে রিলায়েন্স জিও-র পরিকল্পনা অবশ্য আরও ব্যাপক। তথ্য পরিষেবা, কৃষি, মহাকাশবিজ্ঞান ছাড়াও অনলাইন পড়াশোনার ক্ষেত্রে 5G পরিষেবা ব্যবহার করতে চায় রিলায়েন্স জিও। এজন্য পরিকাঠামো তৈরিতে মার্কিন সংস্থা কোয়ালকমের সঙ্গে হাত মিলিয়েছে মুকেশ আম্বানির সংস্থা।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reliance Jio