#মুম্বই: নতুন বছরের শুরুতেই ধমাকা ৷ জিও গ্রাহকদের জন্য খুশির খবর ৷ ২০২১-এর পয়লা জানুয়ারি থেকে ডোমেস্টিক ভয়েস কলে আর লাগবে না কোনও চার্জ ৷ interconnect usage charges (IUC) চার্জ তুলে নিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা ৷ অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকেই দেশের মধ্যে যেকোন স্থানে যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে কল করতে পারবেন জিও গ্রাহকেরা ৷
বছরের শেষ দিন সংস্থার তরফে জানানো হয়েছে, ‘IUC চার্জ শেষ ৷ প্রতিশ্রুতি মতোই পয়লা জানুয়ারি ২০২১ থেকে ডোমেস্টিক ভয়েস কলের জন্য জিরো চার্জ লাগবে ৷ ফের আরও একবার অফনেট সমস্ত ডোমেস্টিক ভয়েস কল বিনামূল্যেই করতে পারবেন জিও গ্রাহকেরা ৷’
অননেট ডোমেস্টিক ভয়েস কলে বরাবরই কোনও চার্জ নিত না জিও ৷ তবে সেপ্টেম্বর ২০১৯-এ TRAI-এর এক নির্দেশের পর ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে IUC চার্জ বসায় জিও ৷ এর ফলে গত একবছর জিও গ্রাহকদের অন্য নেটওয়ার্কে ফোন করার জন্য একটা ন্যূনতম চার্জ দিতে হত ৷ IUC চার্জ চালু করার সময়ই রিলায়েন্স জিও তাঁর গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়েছিল TRAI-এর তরফে এই শুল্ক তুলে নেওয়া হলে তারাও আর কোনও চার্জ নেবে না ৷ সেই প্রতিশ্রুতি মতোই সংস্থার ঘোষণা, আগামিকাল থেকে ফের দেশের মধ্যে জিও সহ যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে কল করতে পারবেন গ্রাহকেরা ৷ ২০২০ সালের শেষ দিন নতুন বছরের জন্য উপহার রিলায়েন্স জিও-এর ৷