কলকাতা: রিলায়েন্স জুয়েলস প্রথম যখন তার গহনা-সম্ভার নিয়ে এসেছিল লোকসমক্ষে, তখনই সবাই একবাক্যে বলেছিলেন এ সার্থকনামা! সেই সম্ভারের নাম যেমন ছিল 'অপূর্বম', তেমনই ছিল তা সুষমামণ্ডিত। এর পর একে একে আরও পাঁচটি সম্ভার গুণগ্রাহীর দরবারে পেশ করেছে রিলায়েন্স জুয়েলস। 'অতুল্য', 'উৎকল', 'কাস্যম', 'রণকার' এবং 'মহালয়া'- সবেতেই মিশে ছিল শিল্প এবং সংস্কৃতির এক অনুপুঙ্খ দ্যোতনা, দীর্ঘ দিনের গবেষণায় যাকে গহনার আকারে রূপ দিয়েছিলেন শিল্পীরা। সেই পথ বেয়ে এবার ঐতিহ্য আবার ধরা দিল অঙ্গাভরণে, প্রকাশ্যে এল সংস্থার নতুন গহনা-সম্ভার 'তাঞ্জাভুর'।
নাম থেকেই বুঝে নেওয়া যায় যে এবারের সম্ভার জুড়ে থাকবে দক্ষিণ ভারতীয় শৈলী। তবে, শুধু এটুকুতেই এই সম্ভারের রূপকথা শেষ নয়। তাঞ্জাভুর মন্দিরশৈলীতে যে অকল্পনীয় সমৃদ্ধ গহনার নকশা ধরা পড়ে, তাকেই ফিরিয়ে আনা হয়েছে এখানে। যদিও, নিছক মন্দিরগাত্রের শৈলীতেই তা সীমাবদ্ধ নয়। দক্ষিণ ভারতের বোম্মাই পুতুল থেকে শুরু করে পুমপুহার নৌযান- সব কিছুর অনুষঙ্গে সেজে উঠেছে 'তাঞ্জাভুর'-এর কণ্ঠহার, চুড়ি, কঙ্কণ, কোমরবন্ধ, কানের দুল, আংটি, মাঙ্গটিকা। যার এক ঝলক চোখে পড়ল রাজকীয় লঞ্চে নায়িকা জাহ্নবী কাপুরের অঙ্গে।
বেঙ্গালুরুর এক পাঁচতারায় এই গয়না সম্ভারের উন্মোচনে রিলায়েন্স জুয়েলস-এর সিইও সুনীল নায়েকের উচ্ছ্বাস একেবারে যথাযথ। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে যখন দেশ জুড়ে সোনার গয়নার কেনাকাটা বাড়বে, সেই তালিকায় যে আলাদা করে নজর কাড়বে রিলায়েন্স জুয়েলস-এর 'তাঞ্জাভুর', এ তাঁর দৃঢ় প্রত্যয়। পরম্পরার পথ বেয়ে তাঁদের যে যাত্রা, তারই নতুন বাঁকে 'তাঞ্জাভুর'-এর উপস্থাপনায় গর্ব এবং তৃপ্তি দুই ধরা পড়েছে তাঁর বক্তব্যে।
অন্য দিকে, জাহ্নবী কাপুরের ভাললাগাও শুধুই গয়নার অনবদ্য রূপে সীমিত নয়, 'তাঞ্জাভুর'-এর সঙ্গে যে রয়েছে তাঁর শিকড়ের টান। মা শ্রীদেবীর সূত্রে দক্ষিণ ভারতের ঐতিহ্য ঝড় তোলে তাঁর রক্তধারায়, সেই টান এবার আভরণ হয়ে অনুপম করে তুলল অঙ্গশ্রী। আর এভাবেই সোনাঝরা এক সন্ধ্যায় সুধীজনের দৃষ্টি আকারণ করে নিল রিলায়েন্স জুয়েলস-এর 'তাঞ্জাভুর'। ক্রেতাদের একে আপন করে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।