#নয়াদিল্লি: ত্রৈমাসিক হিসাবে রেকর্ড পরিমাণ লাভ হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৷ ৪১.৬ শতাংশ বেড়ে লাভ দাঁড়াল ১৫,০১৫ কোটি টাকা ৷ ডিজিটাল সার্ভিসে নেট লাভ ১৫.৫ শতাংশ, লাভের অঙ্ক বেড়ে দাঁড়াল ৩,৪৮৯ কোটি টাকা ৷ রিলায়েন্সের খুচরো ব্যবসাতেও লক্ষ্মীলাভের ধারা অব্যাহত ৷ ৫৩.৯ শতাংশ বেড়ে লাভ দাঁড়িয়েছে ৩,০৮৭ কোটি টাকায় ৷
বাজারের যাবতীয় অনুমানকে স্রেফ উড়িয়ে দিয়ে সবক্ষেত্রেই রিলায়েন্সের রেকর্ড লাভ৷ খুচরো ব্যবসা থেকে জিও- সবক্ষেত্রেই নজরকাড়া সাফল্য রেখেছে সংস্থা৷ আজ ত্রৈমাসিক হিসাবের খতিয়ান দিতে গিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, অতিমারীর সময়ে দেশে ৫০,০০০ নতুন কর্মসংস্থান তৈরি করেছে রিলায়েন্স ৷
জিও নেটওয়ার্কে রিলায়েন্সের লভ্যাংশ ৫.৩ শতাংশ বেড়ে ২২,৮৫৮ কোটি টাকা দাঁড়িয়েছে৷ এই সময়ের মধ্যে দেশজুড়ে জিও গ্রাহকের সংখ্যা ২৫.১ মিলিয়ন বেড়ে ৪১০.৮ মিলিয়নে পৌঁছেছে ৷ খুচরো ব্যবসায় রিলায়েন্সের সবর্কালীন রেকর্ড লাভ হয়েছে৷
খুচরো ব্যবসায়ে সংস্থা সর্বকালীন রেকর্ড লাভ করেছে৷ ৩হাজার কোটি টাকার মাইলস্টোন পেরিয়ে লাভের অঙ্ক এসে দাঁড়িয়েছে ৩০৮৭ কোটি টাকায়।
ফ্যাশন এবং লাইফস্টাইলের ক্ষেত্রেও দারুণ ফল করেছে সংস্থা ৷ এমনকি, প্রাক-কোভিড অবস্থার থেকেও ফল ভালো করেছে রিলায়েন্স ৷ গ্রসারি ও ইলেকট্রনিক্সেও দুই অঙ্কের গ্রোথ হয়েছে৷ নতুন নতুন স্টোর খোলা, নতুন ক্ষেত্রে ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছে সংস্থা ৷ ৩২৭টি নতুন স্টোর খুলে সংস্থার মোট স্টোরের সংখ্যা দাঁড়িয়েছে ১২,২০১ ৷ প্রায় ৩১.২ মিলিয়নেরও বেশি স্কোয়ারফিট জুড়ে সংস্থার স্টোরগুলি ছড়িয়ে আছে ৷পোশাক ব্যবসায়ে অভাবনীয় অগ্রগতি ঘটিয়েছে রিলায়েন্স ৷ সংস্থার পোশাক বিপণন চেন আজিও গত বছরের তুলনায় ৫গুণেরও বেশি ব্যবসা বাড়িয়েছে ৷ সাফল্যের এই তালিকায় আছে জিওমার্টও৷পাশাপাশি ব্যবসায় বেশকিছু নতুন উদ্যোগ নিয়েছে রিলায়েন্স ৷ তেল ও রাসায়নিক ক্ষেত্রকে নতুন করে ঢেলে সাজিয়েছে তারা ৷ ঘটিয়েছে তেল সংশোধন ও পেট্রপণ্যের সংযুক্তিকরণ৷ একইসঙ্গে, কেজি-ডি৬ ব্লক থেকে গ্যাস উত্তোলনের কাজও শুরু করেছে ৷পলিয়েস্টার ও পলিমারের চাহিদা বাড়ায় এ ক্ষেত্রে লাভ বেড়ে হয়েছে ৯,৭৫৬ কোটি টাকা ৷পাশাপাশি প্রতিদিনের কাজ পরিচালনার জন্য পরিচালন ব্যবস্থাকেও ঢেলে সাজিয়েছে সংস্থা৷ তার জন্য একক পরিচালন সংস্থা তৈরি করা হয়েছে, যা দৈনন্দিন কাজকর্মের দেখভাল করবে ৷সব মিলিয়ে ব্যবসার সবক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্যের নজির তৈরি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷