#নয়াদিল্লি: মার্কেট ক্যাপিটালের নিরিখে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Limited) এখন বিশ্বের ৪০ তম সবচেয়ে মূল্যবান সংস্থা ৷ একইসঙ্গে মার্কেট ক্যাপিটালের নিরিখে ২১০ আরব ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫ লক্ষ কোটি টাকারও বেশি অঙ্কের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল রিলায়েন্স ৷ এই প্রথম কোনও ভারতীয় কোম্পানি এই উচ্চতা স্পর্শ করল ৷ ধনকুবের মুকেশ আম্বানি পরিচালিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ছাতার নীচে রয়েছে অপরিশোধিত তেল, রিফাইনারি, পেট্রো রসায়ন, রিটেল ও টেলিকম সেক্টরের ব্যবসা ৷
বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ২,৩৪৪.৯৫ টাকায় পৌঁছে যায় ৷ যা সর্বকালীন রেকর্ড ৷ দিনের শেষে বাজার বন্ধের সময় ৭.২৯ শতাংশ মুনাফার সঙ্গে শেয়ারদর দাঁড়ায় ২,৩১৯ টাকায় ৷ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ReliancePP-এর শেয়ারও ১০ শতাংশ বেড়ে বাজার বন্ধের সময় দাঁড়ায় ১,৩৯৩.৭ টাকা ৷ যা সর্বকালের সর্বোচ্চ ৷ এর সঙ্গে রিলায়েন্সের মার্কেট ক্যাপ ১৫.৪৫ লক্ষ কোটি অর্থাৎ ২১০ আরব ডলার ছুঁয়ে ফেলে ৷
বাজার বন্ধের পর RIL-এর মার্কেট ক্যাপ দাঁড়ায় ২০৮.৩ আরব ডলার ৷ বাজার বিশেষজ্ঞদের মতে, এই প্রথমবার কোনও কোম্পানি ২০০ আরব ডলারের মার্কেট ক্যাপিটালের ধাপ পেরোল ৷ এর সঙ্গেই Exxon Mobil, PepsiCo, SAP, Oracle, Pfizer এবং Novartis-এর মতো কোম্পানিকে পিছনে ফেলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দুনিয়ার ৪০ তম সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা ছিনিয়ে নিয়েছে ৷ পাশাপাশি RIL এখন এশিয়ার সবথেকে মূল্যবান প্রথম ১০টি কোম্পানির মধ্যে একটি ৷
ReliancePP অর্থাৎ পার্টলি পেড শেয়ার মাত্র তিন মাসে একধাক্কায় ৪.৪ গুণ বেড়েছে ৷ গত ৪ জুন শেয়ার রাইটস ইস্যু বন্ধের সময় বিনিয়োগকারীদের প্রতি পার্টলি পেড শেয়ারের জন্য মেটাতে হয়েছিল ৩১৪.২৫ টাকা ৷ ১৯ জুন রিলায়েন্স ১৫০ আরব ডলারের মার্কেট ক্যাপ ধাপ পার করেছিল অর্থাৎ ৬০ দিনেরও কম সময়ে ৬০ বিলিয়ন আরব ডলারের মুনাফা হয়েছে৷
(DISCLAIMER- NEWS18 বাংলা, রিলায়েন্সের কোম্পানি নেটওয়ার্ক18 মিডিয়া এবং ইনভেস্টমেন্ট লিমিটেডের অংশ ৷ নেটওয়ার্ক18 মিডিয়া এবং ইনভেস্টমেন্ট-এর মালিকানা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের)