#মুম্বই: ইতিহাসে প্রথম। বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রি বার্ষিক সাধারণ অধিবেশন করতে চলেছে ভার্চুয়াল পদ্ধতিতে। ৫০০ টি জায়গা থেকে এক লক্ষেরও বেশি শেয়ারহোল্ডার এই মিটিংয়ে যোগ দিতে পারবেন রিলায়েন্সেরই নিজস্ব প্ল্যাটফর্ম থেকেই। এই অধিবেশন থেকেই ভবিষ্যতের মেগা পরিকল্পনা ব্যক্ত করতে চলেছে সংস্থা, মনে করছে ওয়াকিবহাল মহল। সিএনবিসি সূত্রে খবর, রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি কথা বলতে পারেন জিও ডিল, সময়ের আগে ঋণমুক্ত হওয়ার বিষয়গুলি নিয়ে। উঠে আসতে পারে ফেসবুকের মতো বিরাট টেক জায়ান্টের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রসঙ্গ।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ তেল সংস্থাকে ভবিষ্যতে বৃহত্তর রাসায়নিক সংস্থার রূপ দেওয়ার বিষয়টি এ দিনের মিটিংয়ে আলোচিত হতে পারে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, এ দিনের বৈঠকে মূল আলোচ্য বিষয় হতে চলেছে খুচরো ব্যবসা বাড়ানোর লক্ষ্যে সংস্থার পরিকল্পনা। আসতে পারে ARAMCO ডিল প্রসঙ্গও। সব মিলিয়ে মনে করা হচ্ছে, ডিজিটাল ব্যবসায় অংশীদারি, নতুন প্রযুক্তির সম্ভাবনা, ব্যবসাবৃদ্ধির সুসংহত পরিকল্পনা জানাবেন দেশের অগ্রণী সংস্থার শীর্ষকর্তারা।
দেশের দূষণ পরিস্থিতির কথা মাথায় রেখে কার্বন নিঃসারণের সম্ভাবনা মুক্ত পণ্য বাজারে আনার কথা ঘোষণা করতে পারে সংস্থা। করোনা সংক্রমণের মতো কঠিন সময়েও সংস্থার ব্যাবসায়িক কৌশল এবংসম্পদ বৃদ্ধির কথাও জানাতে পারেন সংস্থার শীর্ষকর্তারা।
এদিন আসতে চলেছে জিও ফাইবার ও 5G প্রসঙ্গও। সমস্ত জিও প্ল্যাটফর্মগুলি সম্পর্কে সংস্থার ভবিষ্যত পরিকল্পনাও উঠে আসতে পারে এই মিটিং থেকে।