সোনার দামে রেকর্ড বৃদ্ধি! বাজার আরও চড়ার পূর্বাভাস
সোনার দামে রেকর্ড বৃদ্ধি! বাজার আরও চড়ার পূর্বাভাস
বুধবার দিল্লিতে ৯৯.৯ শতাংশ খাঁটি সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫৩,০৮৭ টাকা থেকে বেড়ে ৫৩,৭৯৭ টাকায় দাঁড়িয়েছে৷ স্বর্ণ ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বলছেন সোনার এই দাম সর্বকালীন রেকর্ড৷
অনুমান করা হচ্ছে, আগামী ৩ থেকে ৫ মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে ২ হাজার ডলার প্রতি আউন্স হতে চলেছে সোনার দাম ৷
রেকর্ড দাম বৃদ্ধি সোনার ৷ ক্রমেই ৫০ হাজারের ঘর ছুঁই ছুঁই হতে চলেছে সোনার দাম। ২০১১ সালের রেকর্ড ভেঙে দ্রুত গতিতে বেড়ে চলেছে সোনার দাম ৷ এই বছর সোনার দাম বাড়ার পিছনে একাধিক কারণ রয়েছে ৷ সিটিগ্রুপ ইন্ক(Citigroup Inc.) অনুযায়ী, আর্থিক নীতি, রিয়েল গোল্ডে কমতি, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে রেকর্ড ইনফ্লো ও অ্যাসেট অ্যালোকেশনে মূল্য বৃদ্ধি সোনার বাড়ার পিছনে মূল কারণ ৷ আগামী ৬ থেকে ৯ মাসে আরও বাড়বে দাম এবং রেকর্ড স্তরে পৌঁছে যাবে সোনার দাম বলে মনে করা হচ্ছে ৷ অনুমান করা হচ্ছে, আগামী ৩ থেকে ৫ মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে ২ হাজার ডলার প্রতি আউন্স হতে চলেছে সোনার দাম ৷ সোনার পাশাপাশি দাম বাড়তে চলেছে রুপোরও বলে মনে করছেন মার্কেট বিশেষজ্ঞরা ৷ সিটি গ্রুপের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে যে আর্থিক অনিশ্চয়তা দেখা দিয়েছে তার জন্য সোনার দাম রেকর্ড স্তরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ২০১১ সালের পরে স্পট গোল্ডে এ বছর ১১ শতাংশ বৃদ্ধি হয়েছে ৷ করোনা ভাইরাসের জেরে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ বর্তমান পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির আশঙ্কায় নিরাপদ লগ্নি হিসেবে সোনায় বিনিয়োগের প্রবণতা বাড়তে দেখা গিয়েছে। সোমবার দিল্লির সরাফা বাজারে ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯৯১৬ টাকা ৷ রুপোর দাম ছিল ৫৩৯৪৮ টাকা প্রতি কিলোগ্রাম ৷ আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ছিল ১৯.৩২ ডলার প্রতি আউন্স ৷ সোনার দাম ছিল ১৮০৯ ডলার প্রতি আউন্স ৷ গত ৬ সপ্তাহে লাগাতার দাম বেড়েছে এই দুই ধাতুর ৷ ভারতে সোনার দাম প্রভাবিত হয় বিশ্ববাজারের ওঠানামা এবং মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্যের উপরে।
Published by:Dolon Chattopadhyay
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।